Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মে ৮, ২০২৪

জল্পনার অবসান ঘটিয়ে আঠারো মাস পরে ভারতে আসছেন চিনা রাষ্ট্রদূত

আরম্ভ ওয়েব ডেস্ক
জল্পনার অবসান ঘটিয়ে আঠারো মাস পরে ভারতে আসছেন চিনা রাষ্ট্রদূত

সীমান্তে চিনের সঙ্গে তীব্র অশান্তির আবহে ভারতে চিনা রাষ্ট্রদূত না থাকাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। অবশেষে দীর্ঘ আঠারো মাস পরে, দিল্লিতে পা রাখতে চলেছেন কোনও চিনা রাষ্ট্রদূত। বছরের শুরুতেই জল্পনা চলছিল এই নিয়ে। বিলম্ব হয়েছে বেশ কিছু  রাষ্ট্রদূত নিয়োগের নিয়মকানুনের জন্য। আজ ৮মে সংবাদ সংস্থা পিটিআইকে চিনা বিদেশমন্ত্রক রাষ্ট্রদূত হিসেবে জানিয়েছে জু ফেইহং- এর নাম।

সাঁইত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন  ষাট বছর বয়সী কূটনীতিবিদ ফেইহং এর আগে ২০১০ থেকে ২০১৩ আফগানিস্তানে রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। এছাড়া রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন রোমানিয়াতেও(২০১৫ থেকে ২০১৮)।ফিনল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশেও কাজ করেছেন তিনি।বর্তমানে তিনি চিনা বিদেশমন্ত্রকের উপমন্ত্রী।

ফেইহং নিযুক্ত হবেন সান ওয়েইডং – এর স্থানে। যাঁর মেয়াদ ২০২২ এর অক্টোবরে শেষ হয়েছে।চিনের গত রাষ্ট্রদূতের সময়ই পূর্ব লাদাখ এবং অরুণাচল নিয়ে দিল্লি-বেইজিং এর তিক্ততা বাড়ে, সীমান্তে দুদেশের সেনা জড়িয়ে পড়ে সংঘর্ষে। ২০২০-র এপ্রিল-মে-তে, ভারত ও চিন সেনা এলএসির পশ্চিম অংশে হাতাহাতিতে  জড়িয়ে পড়েছিল। লাল ফৌজ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তাদের স্বাভাবিক অবস্থান অতিক্রম করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছোয় ১৫জুন,২০২০। গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে ভারতীয় জওয়ানদের হাতাহাতি বাঁধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!