- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৪, ২০২২
উত্তরপ্রদেশে বিধানসভা ভোট ২০২২। মনোনয়ন দাখিলের প্রথম পর্ব শুরু।
উত্তরপ্রদেশের ১১ জেলায়, ৫৮ টি আসনের মনোনীত প্রার্থীরা মনোনয়ন পেশ করতে শুরু করলেন ।
কংগ্রেস, বিজেপি, সমাজবাদী জোট প্রথম দফা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। প্রতিটি দলই প্রার্থী বাছাইয়ে যে তৎপরতা দেখিয়েছে, তাতে গণতন্ত্রের প্রতি প্রবল আস্থার লক্ষণ দেখা যাচ্ছে। বিজেপি ছাড়া প্রায় সব দল সাম্প্রদায়িক মেরুকরণকে উড়িয়ে দিয়ে গুরুত্ব দিচ্ছে বহুত্বের বিন্যাসকে। বিজেপি-র প্রার্থী তালিকা গত বিধানসভা নির্বাচণের মতো মুসলিম শূন্য। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিন কয়েক আগে ঘোষণা করেছিলেন, এবার লড়াই হবে ৮০ শতাংশ বনাম ২০ শতাংশের মধ্যে। দেশে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের বসবাস উত্তর প্রদেশে। তাসত্ত্বেও, বিজেপি-র উত্থানের পর থেকে নির্বাচণে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ধারাবাহিক ভাবে কমছে।
ক্ষমতায়ণের সাম্প্রদায়িক বৈষম্যকে রুখতে নতুনভাবে তৎপরতা দেখাচ্ছেন বিরোধী শক্তি এস পি আর, এল ডি প্রথম দফার তালিকায় ৯ জন জাঠ, ৯ জন মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে। ২০১৮ সালে, মুজাফ্ফর নগর দাঙ্গার সময জাঠ ও মুসলিমদের সম্পর্কের অবনতি ঘটে। সম্পর্কের পুনঃস্থাপিত করতে এবার সচেষ্ট জাঠ ও মুসলিম নেতারা । বিরোধীদের রাজনীতিও তাদের পাশে দাঁড়াচ্ছে। ভোটে এই প্রবণতার ইতিবাচক প্রভাব পড়ছে। গেরুয়া শিবিরের রাজনৈতিক হিন্দুত্ব আসলে যে, ক্ষমতা দখলের নিছক এক কৌশল, তা ধরে ফেলেছেন সাধারণ ভোটার। বিরোধী ভোটের ভাগাভাগি যদি থমকে যায়। তাহলে আসন্ন নির্বাচনে যোগী সরকারের পতন অবশ্যম্ভাবী ।
❤ Support Us