Advertisement
  • দে । শ
  • আগস্ট ২, ২০২৪

কালনায় ডেঙ্গিতে মৃত্যু, আক্রান্ত আরো ১২

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় ডেঙ্গিতে মৃত্যু, আক্রান্ত আরো ১২

কালনা মহকুমা হাসপাতালে মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্তের। মানিক বর্মণ (৬২) নামে ওই ব্যক্তি নদিয়া জেলার বড়েয়া গ্রামের বাসিন্দা। হাসপাতালে এই মুহূর্তে ১৪ জন ডেঙ্গি আক্রান্ত চিকিৎসাধীন। এরমধ্যে ১২ জন হুগলীর বলাগড়ের বাসিন্দা ও বাকি ২ জন কালনা ১নং ব্লকের। তবে মানিকবাবুর মৃত্যুর ব্যাপারে মুখ খুলতে চাইছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, ‘মানিকবাবু নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিয়ে যাওয়ার পথে অবস্থা খারাপ হওয়ায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ওনার কাছে কোনও রিপোর্ট ছিল না। এখানে মৃত্যু হয় মানিকবাবুর।’ কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসক প্রদীপ সান্যালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন মানিকবাবুর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘নিউমোনিয়া ও এনএস ১ পজিটিভ (ডেঙ্গি)’ উল্লেখ করা আছে। তাঁর ডায়াবেটিস ও হৃদরোগও ছিল।

বুকে তীব্র যন্ত্রণা নিয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন মানিক। অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে কালনা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি জানান, ‘ওনার এনএস ১-এ আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে কিনা সেটা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক খতিয়ে দেখে বলতে পারবেন।’ সেইসঙ্গে চন্দ্রশেখরবাবু জানান, কালনায় চিকিৎসাধীন ডেঙ্গি আক্রান্তদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। শুধু ডেঙ্গিই নয়, কালনা মহকুমা হাসপাতালে ৫ জন ম্যালেরিয়া আক্রান্তও চিকিৎসাধীন। তারা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। কালনা ১নং ব্লকের বিভিন্ন ইটভাটার শ্রমিক হিসেবে কর্মরত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!