Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১৭, ২০২৫

যুদ্ধ-আবহের ইরান থেকে নিরাপদে ফেরানো হবে ১০ হাজার ভারতীয় পড়ুয়াকে, শতাধিক পৌঁছল আর্মেনিয়া সীমান্তে

আরম্ভ ওয়েব ডেস্ক
যুদ্ধ-আবহের ইরান থেকে নিরাপদে ফেরানো হবে ১০ হাজার ভারতীয় পড়ুয়াকে, শতাধিক পৌঁছল আর্মেনিয়া সীমান্তে

ইরান-ইজরায়েলের ক্রমবর্ধমান যুদ্ধ উত্তেজনায় বিপাকে পড়েছেন ইরানে থাকা ভারতীয় নাগরিকেরা। তাদের সুরক্ষায় তৎপর হল নয়াদিল্লি। পড়ুয়াদের দেশে ফেরাতে তেহরানের কাছে আর্জি জানিয়েছিল কেন্দ্র সরকার ও ইরানের ভারয়তীয় দূতাবাস। ইতিমধ্যেই তেহরান, উরমিয়া-সহ একাধিক শহর থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় উরমিয়া থেকে ১১০ জন শিক্ষার্থী পৌঁছে গিয়েছেন আর্মেনিয়া সীমান্তে। সম্ভাবনা, মঙ্গলবার তাঁদের বিমানে করে দেশে ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইরানে এই মুহুর্তে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক রয়েছেন, যার মধ্যে প্রায় ৬,০০০ জনই ছাত্র। তেহরানে ইসরায়েলি হামলার পরে প্রায় ৬০০ জন ভারতীয় ছাত্রছাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কুম শহরে। শিরাজ ও ইসফাহান থেকে যাঁরা পড়াশোনা করছেন, তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে ইয়াজদে। পাশাপাশি, তেহরানের শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে রবিবার রাতে হামলায় আহত হয়েছেন ২ কাশ্মীরি ছাত্র। তাঁদের চিকিৎকার স্বার্থে আপাতত রামসারে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁদের নিরাপদ স্থানে নিয়ে আসতে পদক্ষেপ করার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছেও।

ইরানের বিভিন্ন শহরে জারি রয়েছে ইজরায়েলের বোমাবর্ষণ। পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরানও। এই পরিস্থিতিতে নাগরিকদের দেশে ফেরাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিইয়েছে নয়াদিল্লি। পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর রবিবার কথা বলেন আর্মেনিয়ার বিদেশমন্ত্রী আরারাত মিরজোয়ার সঙ্গে। একই দিনে টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইরান সরকার শিথিল করেছে সীমান্ত পেরোনোর-এর নিয়মকানুনে। ভারতের অনুরোধে আপৎকালীন ভিত্তিতে আজারবাইজান, তুর্কমেনিস্তান আর আফগানিস্তানের স্থল সীমান্ত খুলে দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের জন্য। ইরানের ভারতীয় দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন, ‘আকাশপথ আপাতত বন্ধ থাকায় স্থলসীমান্ত দিয়েই পড়ুয়াদের সরানোর পরিকল্পনা চলছে। প্রয়োজনীয় তথ্য, পাসপোর্ট নম্বর, গাড়ির বিবরণ পাঠানো হচ্ছে ইরানের জেনারেল প্রোটোকল বিভাগে’

কাশ্মীরের বহু পরিবার তাঁদের সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়ায় আর্জি জানিয়েছেন অনেকেই। জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা এক্স-এ টুইট করে লেখেন, ‘ইরানে অবস্থানরত জম্মু-কাশ্মীরের ছাত্রছাত্রীদের দ্রুত উদ্ধারে তৎপর হোন জয়শঙ্করজি।’ পিডিপি নেত্রী ইলতিজা মুফতিও দূতাবাসের জরুরি হেল্পলাইন নম্বর শেয়ার করে জানিয়েছেন, কেউ যোগাযোগ না করতে পারলে তাঁদের ট্যাগ করতে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র ইমতিসাল মোহিদিন জানিয়েছেন, ‘গত ৩ দিন ধরে ঘুমাতে পারিনি। শুক্রবার রাত আড়াইটার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে। আমরা সবাই ছুটে গিয়ে বেসমেন্টে আশ্রয় নিই। একটি বিস্ফোরণ ঘটেছিল মাত্র ৫ কিমি দূরে।’ এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩৫০ জনেরও বেশি ভারতীয় ছাত্রছাত্রী রয়েছেন। ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘তেহরানের ভারতীয় দূতাবাস গুরুত্বসহকারে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে ছাত্রছাত্রীদের অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। নিরাপত্তার আরো বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।’ পরবর্তী আপডেট শীঘ্রই জানানো হবে। তেহরানে ভারতীয় দূতাবাস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক নির্দেশিকা জারি করেছে। ভারতীয় নাগরিকদের বলা হয়েছে, আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন এবং দূতাবাসের আপডেটগুলি নিয়মিত ফলো করুন। +98 9128109115, +98 9128109109- দুটি হেল্পলাইন নাম্বার, একটি গুগল ফর্ম আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া হয়েছে, যাতে স্থানীয় ভারতীয়রা নিজেদের তথ্য জমা দিয়ে যোগাযোগ রক্ষা করতে পারেন।

এদিকে, ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ এবং ইরানের পাল্টা ‘অপারেশন ট্রু প্রমিস ৩’—দু-পক্ষের মিসাইল হামলায় মৃত্যু ও ধ্বংসের খতিয়ান আরো দীর্ঘ হচ্ছে। ইজরায়েল দাবি করেছে, শুক্রবার সকালের অভিযানে ইরানের সামরিক নেতৃত্বের একাংশ এবং বেশ কিছু পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। পাল্টা ইরান হুঁশিয়ারি দিয়েছে— ‘এরকম চলতে থাকলে, নরকের দরজা খুলে যাবে’। পরিস্থিতি যেভাবে ঘোরালো হচ্ছে, তাতে দক্ষিণ-পশ্চিম এশিয়ার পরিস্থিতি যে আরো জটিল রক্তস্নাত হতে চলেছে তা বলাই বাহুল্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!