- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৭, ২০২৩
পায়ের সমস্যা ঠিক হয়নি, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই বসছে মন্ত্রিসভার আগামী বৈঠক

স্পেন থেকে ফিরে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের পুরনো গঠের ব্যথা আবার বেড়েছে। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়ি থেকেই আপাতত কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে আগামী ১২ অক্টোবর রাজ্য মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আপাতত মুখ্যমন্ত্রী চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়ি থেকে বার হতে পারছেন না।
ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ১২ অক্টোবরের রাজ্য মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রীর বাড়িতেই হচ্ছে।এই বৈঠকের বিষয়ে সরকারের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময় হেলিকপ্টারের জরুরি অবতরণের জেরে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর স্পেন সফরে গিয়েও পায়ে আবার চোট পান তিনি। স্পেন থেকে ফিরেই মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। তখন আবার তাঁর পায়ের এমআরআই হয়। তাতেই পায়ের সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। আবার মুখ্যমন্ত্রীর চোট পাওয়া পায়ের চিকিৎসা শুরু হয়। তার পর থেকেই মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বার হতে পারছেন না। যার ফলে সিকিম ও উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে বাড়ি থেকে নবান্নের সঙ্গে জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রী ভারচুয়াল বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “আমরা পা-টা ঠিক হয়নি। ঠিক হতে একটু সময় লাগবে।” এই কারণেই ১২ অক্টোবরের রাজ্য মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই হচ্ছে।
❤ Support Us