- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩০, ২০২৩
অন্ধ্রে রেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। দুর্ঘটনার জেরে বেশ কিছু রুটে ট্রেনের সময় বদল
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ সেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি এখনও সবার মনে দগদগে ক্ষত হিসেবে রয়ে গেছে। এরইমধ্যে আবার অন্ধ্রে বিশাখাপত্তনম-পলাসা এবং বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। রবিবার রাতে দুর্ঘটনার মুখে পড়ে বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেন ও বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন। জানা গেছে, সিগন্যালিংয়ের ভুলে একই লাইনে দুটো ট্রেন আসে। একটি ট্রেনকে পিছন থেকে অন্য একটি ট্রেন ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয় একাধিক কামরা। এখনও পর্যন্ত পাওয়া খবরে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কম করে ৫০ জনের বেশি উভয় ট্রেনের যাত্রী। দুর্ঘটনার জেরে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ। দুর্ঘটনার জেরে হাওড়া-চেন্নাইগামী রুটে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। একাধিক ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। রুটও বদলে দেওয়া হয়েছে বহু ট্রেনের।
দক্ষিণ পশ্চিম রেলওয়ের তরফে জানানো হয়েছে, অন্ধ্র প্রদেশের কান্তাকাপাল্লি ও আলমাত্তি স্টেশনের মাঝে দুটি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষে স্বাভাবিক রেল চলাচল দীর্ঘ সময় ধরে ব্যাহত। তবে যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বেশ কিছু ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরিবর্তে সোমবার ওই পরিবর্তিত সময়ে ট্রেনগুলি চলবে। যে ট্রেনগুলির সময়সীমা পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল- ১২৮৬৩ হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস, ১২৮৬৭ হাওড়া পুদুচেরি এক্সপ্রেস, ১২৮৩৯ হাওড়া -মাদ্রাজ এক্সপ্রেস, ২২৬৪২ শালিমার -তিবান্দ্রম এক্সপ্রেস।
এ ছাড়া যে ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল- চেন্নাই সেন্ট্রাল থেকে সাতরাগাছিগামী ট্রেন, হায়দরাবাদ থেকে শালিমারগামী ট্রেন
তিবান্দ্রম থেকে শালিমারগামী ট্রেন, আগরতলা থেকে তিরুপতিগামী ট্রেন, শালিমার থেকে চেন্নাই সেন্ট্রালগামী ট্রেন, হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ট্রেন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিশাখাপত্তনম-পলাসা ট্রেনটির ১১টি বগি এবং বিশাখাপত্তনম-রায়গড় ট্রেনের ৯টি বগি। বাকিগুলি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি এখনও ঘটনাস্থল থেকে সরানো যায়নি।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে রবিবারই মৃতদের পরিবার পিছু ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করা হয়। এবার রেল মন্ত্রকের তরফেও আর্থিক সাহায্যের ঘোষণা করা হল। এ ক্ষেত্রে মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে ১০ লাখ টাকা এবং গুরুতর আহতদের দেওয়া হবে ২.৫ লাখ এবং অপেক্ষাকৃত কম আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।
❤ Support Us