Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১৬, ২০২৪

মিলেট দিয়ে মোদীর পোর্ট্রেট, ওয়ার্ল্ড রেকর্ড করলো ১৩ বছরের শেকিনা

আরম্ভ ওয়েব ডেস্ক
মিলেট দিয়ে মোদীর পোর্ট্রেট, ওয়ার্ল্ড রেকর্ড করলো ১৩ বছরের শেকিনা

চেন্নাই-এর কোলপাক্কাম অঞ্চলের বাসিন্দা, ১৩ বছরের প্রিসলে শেকিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে একটি ৮০০ গ্রামের একটি ছবি এঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে। প্রিসলের আঁকা এই ছবিটি ইউ নি কো (UNICO) ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়। ইউ নি কোর ডিরেক্টার, আর সিভারাম প্রিসলেকে মেডেল ও সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা জানায়।

এই কাজটি অক্লান্ত ১২ ঘন্টার পরিশ্রমের ফলশ্রুতি। সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অক্লান্তভাবে চলে এই কার। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওয়োটি ভাইরাল হয়েছে সেখানেও দেখা তার এই দৃঢ়চেতা, পরিশ্রমী কাজের ছবি।

প্রিসলে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই-এর ভেল্লামাল নামক একটি প্রাইভেট স্কুলে পড়াশুনো করে। তার এখন অষ্টম শ্রেণী। তার এই কাজের জন্য গর্বিত তার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!