- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৪, ২০২৩
ইরানে পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নীতি পুলিশের অত্যাচার, কোমায় ১৬ বছরের তরুণী

পোশাকবিধি নিয়ে ইরানের নীতি পুলিশের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরমিতা গারাওয়ান্দ নামে ১৬ বছর বয়সী এক তরুণী। রবিবার তেহরান মেট্রোতে পোশাকবিধি লঙ্ঘন করার অপরাধে ইরানের নীতি পুলিশের এজেন্ট গ্রেফতার করে গারাওয়ান্দাকে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পুলিশি অত্যাচারে কোমায় চলে গেছে গারাওয়ান্দা। আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাটি ইসলামী প্রজাতন্ত্রের কুখ্যাত নীতি পুলিশের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ তৈরি হয়েছে।
কুর্দিকেন্দ্রিক গোষ্ঠী হেনগাওয়ের অভিযোগ, তেহরান মেট্রোতে আরমিতা গারাওয়ান্দাকে শারীরিক অত্যাচার করে মহিলা পুলিশ অফিসাররা। ইরানি কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, গারাওয়ান্দা রক্তচাপের কারণে অজ্ঞান হয়ে যায়। এতে নিরাপত্তা বাহিনীর কোনও ভূমিকা নেই।
ইসলামি পোশাকবিধি অমান্য করার অভিযোগে গত বছর ১৩ সেপ্টেম্বর মাসা আমিনিকে আটক করে ইরানের নীতি পুলিশ। ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। মাসার মৃত্যুর জন্য ইরানে বেশ কয়েকমাস ধরে বিক্ষোভ চলে। বিক্ষোভের পর থেকে ইরানে মহিলাদের মধ্যে পোশাকবিধি মেনে চলার প্রতি উদাসীনতা বেড়েছে।
হেনগাও হল নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার দাবি, তেহরানের শোহাদা মেট্রো স্টেশনে তথাকথিত নীতি পুলিশের এজেন্টদের দ্বারা গ্রেপ্তার এবং শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পরে গারাওয়ান্দ গুরুতর আহত হন। বর্তমানে তেহরানের ফজর হাসপাতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গারাওয়ান্দার চিকিৎসা চলছে। এমনকি তার পরিবারকেও কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। স্বেচ্ছসেবী সংস্থাটি হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটা ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে গারাওয়ান্দার মাথা ও ঘাড়ে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।
গারাওয়ান্দের বাবা–মা হাসপাতালে ইরানের রাষ্ট্রীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন। যদিও সেই সাক্ষাৎকার উচ্চপদস্থ নিরাপত্তা আধিকারিকদের সামনে দিতে হয়েছিল। শার্ঘ দৈনিক পত্রিকার সাংবাদিক মরিয়ম লোতফি ঘটনার পর হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে দ্রুত আটক করা হয়েছিল। যদিও তাঁকে পরে মুক্তি দেওয়া হয়।
❤ Support Us