- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৭, ২০২৪
মণিপুরের সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় দুই সিআরপিএফ জওয়ান নিহত, ২ জন আহত

আজ ভোরে মণিপুরের বিষ্ণুপুর জেলায় সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় দুই সিআরপিএফ জওয়ান নিহত এবং দু’জন আহত হয়েছেন। সূত্রের মতে, সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের একটি দল নারানসিনা গ্রামের পাহাড় থেকে উপত্যকা অঞ্চলের দিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালায় ও বোমা ছোঁড়ে। সিআরপিএফ জওয়ানরাও পাল্টা গুলি চালায়। বোমার আঘাতে চারজন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হন। দ্রুত চিকিৎসা করা সত্ত্বেও দুজন মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন।
মণিপুরে গতবছর মে মাসে দুই উপজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। সেই সংঘর্ষ শুরুর একবছর পূর্ণ হওয়ার ৬ দিন আগে এই হামলার ঘটনা ঘটল। পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিরা আগামী দিনে আক্রমণ আরো বাড়াতে পারে বলে পুলিশের শীর্ষ কর্তারা মনে করছেন। যে দুজন জওয়ান মারা গেছেন, তাঁরা নারানসিনায় নিযুক্ত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১২৮ ব্যাটালিয়নের সদস্য। একজন সাব–ইন্সপেক্টর এন সরকার, অন্যজন হেড কনস্টেবল অরূপ সাইনি। আহত হয়েছেন ইন্সপেক্টর যাদব দাস ও কনস্টেবল আফতাব দাস।
বিদ্রোহী জঙ্গীরা মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হামলা চালায়। ভারতীয় রিজার্ভ ব্যাটেলিয়ন (আইআরবি) ক্যাম্পে এই হামলা হয়েছিল। রাজ্যে ভোটের দায়িত্ব পালন করার পরে সেখানে সিআরপিএফ জওয়ানরা ছিলেন। এই ক্যাম্পটি পাহাড় থেকে ২ কিলোমিটার দূরে। ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে আপার ক্যানেল নামে পরিচিত একটা এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকত। কারণ গত বছর মে মাসে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর এই এলাকাকে সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সূত্র অনুসারে, পাহাড়ের বিদ্রোহীরা ক্যাম্পে আক্রমণ করার জন্য ‘পাম্পি বন্দুক’ নামে অপরিশোধিত আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল। হামলাকারীদের ধরতে এলাকায় ব্যাপক চিরুনি অভিযান চলছে।
❤ Support Us