Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৪, ২০২৪

সাংসদের ফোন নম্বর ক্লোন করে ফোন রায়গঞ্জ পুর চেয়ারম্যানকে, দিল্লি থেকে ধরা পড়ল ‘অভিষেক-কণ্ঠী’ দুই ব্যক্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
সাংসদের ফোন নম্বর ক্লোন করে ফোন রায়গঞ্জ পুর চেয়ারম্যানকে, দিল্লি থেকে ধরা পড়ল ‘অভিষেক-কণ্ঠী’ দুই ব্যক্তি

কথায় বলে ‘যন্ত্রের যন্ত্রণা’, যে যন্ত্রণার শিকার স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে সরাসরি নয়, পরোক্ষে । দুদিন আগে সমাজমাধ্যমে ঘোষণা করেন রাজনীতি থেকে কটাদিন ছুটি নেবেন।ফিরে আসবেন সাময়িক বিরতির পর !
ঘটনা গত শুক্রবারের ।৭ জুন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে একটি ফোন আসে। এখনকার প্রযুক্তির কল্যাণে ফোনের স্ক্রিনে কলাররূপে’অভিষেক বন্দ্যোপাধ্যায়’-র নাম ফুটে ওঠে। স্বভাবতই চেয়ারম্যান ফোনটি ধরেন ।ফোনে তাঁকে বলা হয় সোফিয়া চক্রবর্তী নামের এক ভদ্রমহিলার জমি নিয়ে কিছু সমস্যা আছে , সেটা যেন মিটিয়ে দেওয়া হয়। চেয়ারম্যান মশাইয়ের মনে হয়, যিনি রাজনীতি থেকে কটাদিন ছুটি নিয়েছেন , তিনি এখন সামান্য একটি সম্পত্তি সংক্রান্ত সমস্যা মেটাতে রায়গঞ্জের পুরসভার সভাপতিকে ফোন করবেন ? পাশাপাশি ওপার থেকে ভেসে আসা কণ্ঠস্বরটি শুনে সন্দেহ হয় তাঁর। বুঝতে পারেন ‘জরুর ডাল মে কুছ কালা হ্যায়।’ তবুও অভিষেক বন্দোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ফোন করেন ও তাঁর আপ্ত সহায়ককে পুরো বিষয়টি জানান । গত শনিবার ডায়মন্ড হারবারের সাংসদের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে শেক্সপিয়ার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে পুলিশ জানতে পারে গোটা ঘটনার এপিসেন্টার হল দিল্লি। সেখানে বসে এক বা একাধিক ব্যক্তি অভিষেকের গলা নকল করে ও ফোন নম্বর ‘ক্লোন’ করে এই অপকর্মটি করেছিল। কলকাতা পুলিশ এই ঘটনায় এক রুপান্তরকামী সহ দুজনকে গ্রেফতার করেছে। যদিও দিল্লি পুলিশ এবিষয়ে সাহায্য করেনি বলে কলকাতা পুলিশের আধিকারিকেরা অভিযোগ করেছেন। পাশাপাশি ওই রুপান্তরকামী সমস্যা শুরু করলে, যে বিমানে তাদের কলকাতায় নিয়ে আসার কথা ছিল সেই বিমান সংস্থার কর্মীরাও তাকে বিমানে উঠতে দিতে আপত্তি জানান। শেষ পর্যন্ত কলকাতা পুলিশকে দিল্লি থেকে কলকাতা ফেরার জন্য গাড়ির ব্যবস্থা করতে হয়।
জানা গেছে, যে মহিলার নাম নিয়ে ওই ফোনটি করা হয়েছিল তিনি একজন রুপান্তরকামী। তার নাম শুভজিত চক্রবর্তী। সে তার এক বন্ধুকে দিয়ে অভিষেকের নম্বরটি ক্লোন করিয়েছিল। যদিও যে নম্বর ক্লোন করা হয়েছিল, তা অভিষেকের ব্যক্তিগত নম্বর নয়। ধৃতদের ২১ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!