- এই মুহূর্তে
- জুন ১৪, ২০২২
সন্তানের মৃত্যুতে কঠোর মা, একের পর এক গ্রামবাসীকে কামড়! বসিরহাটে হাসপাতালে ভর্তি ২০
স্বরূপনগরে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পড়ে মারা যায় হনুমানের সন্তানটি। তার পরই যেন মায়ের রাগ গিয়ে পড়ে এলাকাবাসীর উপর। শুরু হয় আক্রমণ।

প্রতীকী ছবি ।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর সীমান্ত এলাকায় প্রায়ই হনুমানের পাল আসে। গাছের আম, কলা থেকে শুরু করে গ্রামের মানুষদের দেওয়া বিস্কুট, রুটি খায়। কখনও কারোর ছাদে আবার কখনও কারোর আঙিনায় বসে । তারপর চলেও যায়। দিনকয়েক আগে স্বরূপনগরে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পড়ে মারা যায় হনুমান দলটির একটি ছোটো ছানা। তার পর থেকেই মায়ের রাগ গিয়ে পড়ে এলাকাবাসীর উপর। শুরু হয় আক্রমণ।তার আঁচড়-কামড়ে হাসপাতালে ভর্তি হলেন অন্তত ২০ জন গ্রামবাসী।
স্থানীয়রা বলেছেন, ছোট হনুমান বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার পর থেকেই মা হনুমানটি যাকেই সামনে পাচ্ছে, তাকেই আক্রমণ করছে । কারও হাতে তো কারও আবার মুখে কামড় বসিয়ে রক্তাক্ত করে দেয় সে। ইতিমধ্যে তার আক্রমণে শিশু এবং মহিলা-সহ মোট ২০ জন মানুষ শাড়াফুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক শুরু হয় এলাকায়। হনুমানের আক্রমণ থেকে বাঁচতে দরজা-জানলা বন্ধ করেছেন এলাকাবাসী। ঘরের বাইরে পা ফেলতে ভয় পাচ্ছেন সবাই।
মঙ্গলবার বন দফতরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে খাঁচা ও জাল নিয়ে পৌঁছন তাঁরা। অন্য দিকে, হাসপাতালে জখমদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছেন চিকিৎসকেরা।
❤ Support Us