- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৮, ২০২৩
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের গ্রিফিথ অবজারভেটরিতে বিশ্বকাপের এই লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো ও ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো।
২০২৬ বিশ্বকাপের লোগোর ব্যাকগ্রাউন্ডে সাদা রংয়ে ‘২৬’ লেখা লেখা রয়েছে। এই ‘২৬’ সংখ্যাটা বিশ্বকাপের আয়োজনের বছর নির্দেশ করছে। বছরের ওপর মূল আকর্ষণ হিসেবে রাখা হয়েছে বিশ্বকাপের ট্রফি। এই প্রথম বিশ্বকাপের লোগোতে আয়োজনের বছর উল্লেখ করা হয়েছে। লোগো উন্মোচনের পাশাপাশি একটা হ্যাশট্যাগ ক্যাম্পেনও চালু করেছে ফিফা। এই ক্যাম্পেনের নাম হল, ‘# উই আর ২৬’।
ক্যাম্পেনের লক্ষ্য প্রসঙ্গে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেন, ‘এর অর্থ হল, আমরা একতাবদ্ধ হয়ে বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সবচেয়ে বড় ও সেরা বিশ্বকাপ উপহার দিতে তৈরি।’ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো একসঙ্গে ২০২৬ বিশ্বকাপের আয়োজক। তাই এই ক্যাম্পেনের মাধ্যমে একতা বোঝানোর চেষ্টা করে হচ্ছে। এই নিয়ে চতুর্থবার উত্তর আমেরিকা মহাদেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে মেক্সিকো ২ বার, মার্কিন যুক্তরাষ্ট্র ১ বার বিশ্বকাপ আয়োজন করেছে। কানাডা ২০২৬ সালে প্রথমবার বিশ্বকাপের আয়োজক হতে চলেছে।
২০২৬ বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হচ্ছে। আগামী বিশ্বকাপে যেহেতু দল সংখ্যা বেশি এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আয়তনে বড় তিন দেশে, তাই যাতায়াত, সময় ও পরিবেশগত পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সমস্যায় পড়তে পারে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলি। তাই দলগুলিকে সুবিধাজনক জায়গায় রাখা হবে। যেখান থেকে যাতায়াত করতে সুবিধা হয়। কাতার বিশ্বকাপে সব দলই এই সুবিধা পেয়েছিল।
❤ Support Us