Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ১৮, ২০২৩

বিহারের আরারিয়ায় দুষ্কৃতীর গুলিতে খুন সাংবাদিক

আরম্ভ ওয়েব ডেস্ক
বিহারের আরারিয়ায় দুষ্কৃতীর গুলিতে খুন সাংবাদিক

বিহারের আরারিয়ায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহতের নাম বিমল কুমার যাদব, দৈনিক জাগরণ-এর সংবাদদাতা ছিলেন তিনি। নিহত সাংবাদিক রানিগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টায় এ ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাইকে করে আসা দুষ্কৃতীরা প্রথমে তাঁকে বাড়ির বাইরে থেকে ডাকে। তার পরে তারা ঘরে ঢুকে তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওই সাংবাদিকের মৃত্যু হয়। বিমলের ১৫ বছরের একটি ছেলে এবং ১৩ বছরের একটি মেয়ে রয়েছে।

এভাবে ভোর বেলা বাড়িতে এসে এক সাংবাদিককে বাড়ি থেকে ডেকে খুন করার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক হত্যার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা গেছে, বিমল কুমারের ভাইকেও ২০১৯ সালে খুন করা হয়েছিল। সাংবাদিক বিমল ছিলেন তাঁর ভাইয়ের খুনের মামলার একমাত্র সাক্ষী। তা হলে কি ভাইয়ের খুনের সাক্ষী লোপাটের জন্যই বিমলকে খুন করা হল? বিমল কুমার হত্যাকাণ্ডকে এই দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। এই খুনের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আড়ারিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়না তদন্তের পর এই খুনের ঘটনার আসল কারণ জানা যাবে বলে পলিশ সূত্রে জানানো হয়েছে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!