শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
পর্যাপ্ত পরিমাণে লিথিয়াম খনির সন্ধান পাওয়া গেল জম্মু কাশ্মীরে । বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক । চেনাব নদী অববাহিকা সংলগ্ন অঞ্চলের এই খনিতে প্রায় ৫৯ লক্ষ টন লিথিয়াম মজুত আছে বলে জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ।
লিথিয়াম অলৌহ ধাতু । ব্যাটারির থেকে প্রাপ্ত বিদ্যুত শক্তি ধরে রাখার মূল উপাদান । বিশ্বজুড়েই জীবাশ্ম জ্বালানির মজুতির পরিমাণ ক্রমশ কমছে । ফলে গণ পরিবহনে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ব্যবহার বাড়ছে বৈদ্যুতিক যানের । এই মুহূর্তে ভারতের রাস্তায় যেসব ইলেক্ট্রিক পরিবহন দেখা যায়, তার ব্যাটারিতে ব্যবহৃত লিথিয়াম পুরোটাই আমদানি করা হয় বিদেশ থেকে। প্রসঙ্গত, বিশ্বে মোট লিথিয়াম আকরিকের ভান্ডারের সিংহভাগই রয়েছে তিব্বতে । ভূবিজ্ঞানীদের ধারণা, বিশ্বের মোট লিথিয়াম ভান্ডারের প্রায় আশি শতাংশই আছে বিশ্বের বৃহত্তম মালভূমি অঞ্চলে । চিনের তিব্বত নিয়ন্ত্রণের পেছনে এটা এক গুরুত্ব কারণ বলে অনুমান আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের ।
চিনাবের তীরে, সালা হাইমানা অঞ্চলে ৫৯ লক্ষ টন লিথিয়াম খনিজের সন্ধান পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। জম্মু কাশ্মীরে এই নতুন খনি সন্ধানের খবর জানিয়েছে কেন্দ্রের খনিজ মন্ত্রক। লিথিয়াম, সোনা সহ আরও ৫১টি খনিজ অঞ্চলের সন্ধান পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। জম্মু কাশ্মীর ছাড়াও ঝাড়খন্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং রাজস্থান ও তেলেঙ্গানায় পটাস, মলিবেডনাম আকরিক এবং নতুন পাঁচটি স্বর্ন খনির সন্ধান পাওয়া গেছে। ২০১৮ থেকে ১৯ সাল পর্যন্ত দেশজুড়ে অনুসন্ধান চালিয়েই এই নতুন খনির সন্ধান পেয়েছে ভারতের জিওলজিক্যাল সার্ভে, তাদের সাম্প্রতিক রিপোর্টে এসংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34