Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২১, ২০২৫

মোহনবাগানে ভোটের দামামা, দেবাশিস দত্তর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন সৃঞ্জয় বোস

আরম্ভ ওয়েব ডেস্ক
মোহনবাগানে ভোটের দামামা, দেবাশিস দত্তর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন সৃঞ্জয় বোস

বেজে গেল মোহনবাগানের ভোটের দামামা। নির্বাচন প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচক কমিটির হাতে দায়িত্ব তুলে দিল মোহনবাগানের কার্যকরী কমিটি। বৃহস্পতিবার ছিল ক্লাবের বর্তমান কার্যকরী কমিটির শেষ বৈঠক। এই বৈঠকের পরই নির্বাচক কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। এবার নির্বাচনে জমজমাট লড়াই হতে চলেছে। বর্তমান সচিব দেবাশিস দত্তর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন সৃঞ্জয় বোস।
নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য কার্যকরী কমিটির শেষ বৈঠকে ৫ সদস্যের নির্বাচক কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়কে। এছাড়াও কমিটিতে রয়েছেন কলকাতা হাইকোর্টের ৪ আইনজীবী সৌভিক মিত্র, অভিষেক সিংহ, বিশ্বব্রত বসু মল্লিক ও অনুপ কুমার কুণ্ডু। কমিটির প্রত্যেক সদস্যই মোহনবাগান ক্লাবের সদস্য। কীভাবে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে, এই কমিটিই ঠিক করবে।
এবছর জানুয়ারি মাসে বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসসহ বেশ কিছু সদস্য নির্ধারিত সময়ে নির্বাচন করার দাবি জানান। সেই সভাতেই বর্তমান ক্লাব সভাপতি দেবাশিস দত্ত জানান, নির্ধারিত সময়েই নির্বাচন করা হবে এবং দ্রুত কার্যকরী কমিটির বৈঠক ডেকে নির্বাচক কমিটি গঠন করা হবে। সেইমতো বৃহস্পতিবারই নির্বাচক কমিটি গঠন করে কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করা হল।
এবছর শাসক গোষ্ঠীকে বিনা যু্দ্ধে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিরোধী গোষ্ঠী। দেবাশিস দত্তর বিরুদ্ধে সচিব পদে লড়াই করার জন্য প্রস্তুত সৃঞ্জয় বোস। বৃহস্পতিবার কার্যকরী বৈঠকে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি তাঁর গুরুত্বপূর্ণ মতামত জানান। নির্বাচক কমিটি নিয়ে কোনও প্রশ্ন নেই বিরোধী শিবিরের। সৃঞ্জয় বসু বলেন, নির্বাচক কমিটির প্রত্যেকেই ক্লাবের সদস্য। তাঁদের নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। কার্যকরী কমিটির বৈঠক শেষে সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‌আমরা নির্বাচক কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করছি। এখন থেকে ক্লাবের নির্বাচন পর্যন্ত এই কমিটিই দায়িত্বে থাকবে। কবে ভোট হবে কীভাবে হবে সবই এই কমিটি স্থির করবে।’‌ দ্রুত নির্বাচনী কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!