Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৭, ২০২৩

দুই রাজ্যে বিধানসভা নির্বাচন : বিকেল পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়ল ৬০%, ছত্তিশগড়ে ৫৫%

আরম্ভ ওয়েব ডেস্ক
দুই রাজ্যে বিধানসভা নির্বাচন : বিকেল পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়ল ৬০%, ছত্তিশগড়ে ৫৫%

বিকাল ৩টা পর্যন্ত মধ্যপ্রদেশে ৬০.৪৫% এবং ছত্তিশগড়ে ৫৫.৩১% ভোট পড়েছে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ২৩০টি আসনা ভোট হচ্ছে  এবং ছত্তিশগড়ের ৭০টি আসন নিয়ে দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ চলছে। মধ্যপ্রদেশের মোরেনা জেলার দিমানি বিধানসভা কেন্দ্রে শুক্রবার সকালে দুটি গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে, যার ফলে একজন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মধ্যপ্রদেশের ২৩০টি আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১১৬টি। কয়েকটি জনমত সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশে গত বারের মতোই এ বারও কোনও দলই তা ছুঁতে পারবে না। সে ক্ষেত্রে নির্ণায়ক হয়ে উঠতে পারে নির্দল ছোট দলগুলির বিধায়কদের ভূমিকা। শুক্রবার এক দফায় ভোট হচ্ছে মধ্যপ্রদেশে। অন্য দিকে, ২০১৮ সালের বিধানসভা ভোটে দেড় দশকের বিজেপি শাসনের ইতি ঘটিয়ে প্রথম বার ছত্তীসগঢ়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। গত ৭ নভেম্বর প্রথম দফায় সে রাজ্যের মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোট হয়েছে। শুক্রবার ভোট বাকি ৭০টি আসনে ভোট চলছে।

এদিকে মধ্যপ্রদেশের ইনদওরে ভোটের দিন কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হলেন। ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে ঝামেলা পাকানোর অভিযোগ উঠেছে দুই শিবিরের পক্ষ থেকেই। এদিন মধ্যপ্রদেশের মোরেনা জেলার দিমানি বিধানসভার ১৪৭ এবং ১৪৮ নম্বর বুথে হঠাৎই উত্তেজনা ছড়ায়। ভোটকেন্দ্রের সামনে দু’পক্ষ হঠাৎই জড়ো হয়ে পাথর ছুড়তে শুরু করে। পাথরের ঘায়ে আহত হন এক ব্যক্তি। পরে পুলিশের বিশাল একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিন মধ্যপ্রদেশে ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর ভোট দিলেন কংগ্রেসের কমল নাথ, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, বিজেপির শিবরাজ সিংহ চৌহান, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীও।

মধ্যপ্রদেশের নির্বাচনে যুযুধান দুই প্রধান দল শাসক বিজেপি এবং প্রাক্তন শাসক কংগ্রেস সব আসনেই প্রার্থী দিয়েছে। মায়াবতীয় বিএসপি লড়ছে ২৩০টিতে। আসন সমঝোতা না হওয়ায় ‘ইন্ডিয়া’র শরিক সমাজবাদী পার্টি ৮০, আম আদমি পার্টি ৬৯, জেডিইউ ৫, সিপিআই ৯টি এবং সিপিএম ৪টি আসনে আলাদা আলাদা ভাবে প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে ২ হাজার ৫৩৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যের ৫ কোটি ৬০ লক্ষের বেশি ভোটদাতা।

ছত্তিশগড় বিধানসভায় মোট ৯০টি আসন। তার মধ্যে মাওবাদী-উপদ্রুত ২০টি আসনে গত ৭ নভেম্বর প্রথম দফা ভোট নেওয়া হয়ে গিয়েছে। বাকি ৭০টি আসনে ভোটগ্রহণ চলছে শুক্রবার। ভোট চলছে রায়পুর, বিলাসপুর, ভিলাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরে। দ্বিতীয় দফার ভোটে  ভাগ্য নির্ধারিত হবে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!