Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৬, ২০২২

৮৬ বছর বয়সে বডি বিল্ডিংয়ের রেকর্ড ভাঙলেন জাপানেন তোসিসুকে কানাজাওয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
৮৬ বছর বয়সে বডি বিল্ডিংয়ের রেকর্ড ভাঙলেন জাপানেন তোসিসুকে কানাজাওয়া

বয়স কোনও বাধা নয়। ইচ্ছাশক্তিই আসল। ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনও প্রতিবন্ধকতাই তৈরি করতে পারে না। প্রমাণ করে দিলেন জাপানি বডি বিল্ডার তোশিসুকে কানাজাওয়া। ৮৬ বছর বয়সে বডি বিল্ডিংয়ে রেকর্ড ভাঙলেন জাপানের এই বডি বিল্ডার। জাপানের বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে নিজের রেকর্ড ভেঙে দিয়েছেন কানাজাওয়া।
সম্প্রতি ওসাকায় অনুষ্ঠিত হয়েছিল জাপানের পুরুষদের ৬৮তম বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮৬ বছর বয়সী কানাজাওয়া। চমৎকার ভঙ্গী দেখিয়ে তরুণ বডি বিল্ডারদের অনেককেই হারিয়ে দিয়েছিলেন। যদিওল শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত ১২জন প্রতিযোগীর ফাইনাল রাউন্ডে প্রবেশ করতে পারেননি। পদক না জিতলেও হতাশ নন কানাজাওয়া। তিনি বলেন, ‘‌পদক জিততে না পারলেও হতাশ নই। আমি শুধুমাত্র অংশগ্রহণ করতে পেরেই গর্বিত। আশা করি আমি অন্যদের হৃদয়ে জায়গা করে নিতে পারব, যখন তারা আমাকে বৃদ্ধ বয়সেও চ্যালেঞ্জ নিতে দেখবে।’‌
হিরোসিমার বাসিন্দা কানাজাওয়া ২০ বছর বয়সে শরীরচর্চা শুরু করেন। ২৪ বছর বয়সে প্রথমবার জাপান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ৩ বছর পর আবার ‘‌মিস্টার জাপান’‌ খেতাব জিতেছিলেন। ৩৪ বছর বয়সে অবসর নেন। পরে তিনি তাঁর অসুস্থ স্ত্রী–কে উৎসাহিত করার জন্য প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন।
অবসর নেওয়ার পর তিনি ব্যায়াম করা বন্ধ করে দেন এবং মদ্যপান, ধূমপান এবং উল্টোপাল্টা খেতে শুরু করেন। তিনি প্রায়শই আয়নায় নিজেকে দেখতেন এবং ভাবতেন যে এটি কোনও জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নের দেহ কিনা। ৫০ বছর বয়সে তিনি আবার নিজের শরীর পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য অনুপ্রানিত হন। ৮৬ বছর বয়সেও কানাজাওয়া জিমে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!