- টে | ক | স | ই
- মে ২৩, ২০২২
জ্যোৎস্না নামল তৃষিত হৃদয়ে । পাত্র ৯৫, পাত্রী ৮৪ ।

প্রতীকী ছবি
মনের মানুষ খুঁজতে খুঁজতে ৯৫ বছর কেটে গেল চির তরুণ জুলিয়ান মইলির। অবশেষে খুঁজে পান ভ্যালোরি উইলিয়ামকে। বয়স যাঁর
৮৪। ব্রিটিশ নাগরিক। ২৩ বছর আগে, তাঁদের দেখা। একান্ত আলাপে দুই দশক জুড়ে প্রায়ই মগ্ন হয়ে পড়তেন দুজন। গির্জায়, গির্জার বাইরে । গত ফেব্রুয়ারিতে ভ্যালেরিকে বিয়ের প্রস্তাব দেন জুলিয়ান। নাগালে কাঙ্খিত প্রাণসখা। সময় ব্যয় করলেন না। ১৯ মে ক্যালভেরির বাপটিস্ট চার্চে জুলিয়ানকে সাধি করলেন। দুই প্রবীণের প্রেমের পরিণতিতে খুশি তাঁদের আত্মীয় আর বন্ধুরা। বিয়ের অনুষ্ঠানে হাজির ৪০। রঙীন হয়ে উঠল প্রেমের চিরায়ত চেহারা ।জুলিয়ানের পূর্বপুরুষের বাড়ি অস্ট্রেলিয়ায়। সেখানেই তাঁদের বাসর ঘরে নেমে আসবে মধুচন্দ্রিমা।
এ বয়সে বিয়ে! ইদানীং এরকমও হচ্ছে । প্রবীণকে বিয়ে করছেন নবীনারা। এই সংখ্যাই বেশি। প্রবীণ-প্রবীণার প্রেম আর পরিণতি বিরল হলেও ঘটছে। আশা মিটছে । জ্যোৎস্না নামছে উন্মুখ হৃদয়ে।
❤ Support Us