- টে | ক | স | ই
- জুলাই ৮, ২০২২
লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার সদ্যোজাত ।

আজ দুপুরে হাওড়ার লোকাল ট্রেনের সিটের নিচ থেকে উদ্ধার সদ্যোজাত। বামুনগছি কারশেডে বর্ধমান লোকাল আসার পর সাফাই করার সময় রেলকর্মীরা দেখতে পান ওই কন্যা শিশুটিকে। সঙ্গে সঙ্গে খবর যায় আরপিএফ এবং রেলের চাইল্ড লাইনে।
এরপর ওই শিশুকন্যাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।হাওড়ার ডিআরএম মনীশ জৈন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা সবাই শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন। আপাতত তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তার বাবা মায়ের খোঁজ চালানো হচ্ছে বলেও জানা গেছে। শিশুটিকে কেন রেলের কামরায় ফেলে রেখে যাওয়া হলো সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ভুলবশত বাচ্চাটিকে কেউ ফেলে গেছেন নাকি এই কাজ ইচ্ছাকৃত, তাও দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলের চাইল্ড লাইনের কাউন্সিলর মৌলি চক্রবর্তী জানান, এর আগেও রেলের কামরায় সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে তদন্তে দেখা গিয়েছে কন্যা সন্তান হওয়ায় কিংবা অবাঞ্চিত সন্তান হওয়ার কারণে তাকে ফেলে দিয়ে চলে গেছে বাড়ির লোকেরা। এক্ষেত্রেও সেরকম কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখা হবে। শিশুটিকে হাসপাতাল থেকে পরে চাইল্ড লাইনে নিয়ে যাওয়া হবে। আপাতত সেখানেই থাকবে বাচ্চাটি।
❤ Support Us