Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৬, ২০২৩

মেসির নাম করে রোনাল্ডোকে অপমান এক খুদে ভক্তর

আরম্ভ ওয়েব ডেস্ক
মেসির নাম করে রোনাল্ডোকে অপমান এক খুদে ভক্তর

চিত্র : সংবাদ সংস্থা

এক খুদে ভক্তর কাছে অপমানিত ক্রিশ্চিয়ানো রোনানাল্ডো!‌ তাও আবার লিওনেল মেসির সঙ্গে তুলনা করে!‌ হ্যাঁ, এমন কান্ডই ঘটেছে সৌদি আরবে। শুক্রবার মেসির সঙ্গে তুলনা করে কটাক্ষ করা হয়েছে রোনাল্ডোকে। খুদে ভক্তর কাছে অপমানিত হলেও আল নাসেরের হয়ে কিন্তু চলতি মরশুমে যথেষ্ট ভাল পারফরমেন্স করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত মাসে সৌদি প্রো লিগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই পর্তুগিজ তারকা।
শুক্রবার সৌদি আরবের লিগে আল নাসের বনাম আল বাতিন ম্যাচ ছিল। ম্যাচ শেষে টানেল দিয়ে সাজঘরের দিকে যাওয়ার সময় রোনাল্ডোকে উদ্দেশ্য করে এক খুদে ভক্ত বলেন, ‘‌তোমার থেকে মেসি অনেক ভাল ফুটবলার।’‌ ওই খুদে ভক্তর কথা প্রথমে পাত্তাই দেননি রোনাল্ডো। আবার একই কথা বলে। তখন আর চুপ থাকতে পারেননি রোনাল্ডো। খুদে ভক্তর কাছে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত দিয়ে রোনাল্ডো বলেন, ‘‌যাও গিয়ে মেসির ম্যাচ দেখো।’‌
ম্যাচে ৩–১ ব্যবধানে জেতে আল নাসের। নাসেরের ৩ গোলে নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। অথচ তাঁর গোল দেখার জন্যই মাঠে ভিড় জমিয়েছিলেন আল নাসের সমর্থকরা। প্রথমে ১ গোলে পিছিয়ে ছিল আল নাসের। ম্যাচের ১৭ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় আল বাতেন। তারপর ম্যাচের ইনজুরি সময়ে পরপর তিন গোল করে জয় ছিনিয়ে নেয়। রোনাল্ডোর পায়ে গোল দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েন আল নাসের সমর্থকরা।
১৭ মিনিটে গোল করে আল বাতিনকে এগিয়ে দিয়েছিলেন রেনজো লোপেজ। ম্যাচের শেষলগ্ন ছিল নাটকে ভরা। ইনজুরি সময়ের ৩ মিনিটে গোল করে আল নাসেরেকে সমতায় ফেরান আব্দুল রহমান ঘারিব। ১২ মিনিটে মহম্মদ আল ফাতিলের গোলে এগিয়ে যায় আল নাসের। ২ মিনিট পর ৩–০ করেন মহম্মদ মারান। ম্যাচের পর সামাজিক মাধ্যমে রোনাল্ডো লেখেন, ‘‌খেলা শেষ হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখাটা জরুরি।’‌ 


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!