Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ৩০, ২০২২

প্রকাশ্যে আমির-করিনার, ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রকাশ্যে আমির-করিনার, ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার

প্রকাশ্যে এল আমির করিনার বহুচর্চিত ছবি ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার। রবিবার আইপিএল ফাইনাল চলাকালীন ট্রেলারটি মুক্তি পায়। শুরুতেই আমির খানকে একজন বিশেষ ভাবে সক্ষম হিসেবে দেখানো হয়। শারীরিক প্রতিবন্ধকতার জন্য ছোট বয়স থেকেই তিনি নানা বাঁকা কথা শুনতেন। কিন্তু মা, তাঁর পাশে দাঁড়ান। তিনি ছোট্ট লালা সিংয়ের মনে সাহস দেন। যদিও ট্রেলার দেখে করিনা কাপুরের চরিত্র সম্পর্কে বেশি কিছুই বোঝা যায়নি। তবে তাঁর সঙ্গে আমিরের যে প্রেমের সম্পর্ক রয়েছে, তা বোঝা গিয়েছে।

হলিউডের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রণীত ‘লাল সিং চাড্ডা’র । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হাঙ্কস। এখানে সেই চরিত্রে দেখা যাচ্ছে আমির খানকে । ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিং এবং নাগা চৈতন্য। ছবিটির পরিচালক অবভেত চন্দন। করোনার কারণে একাধিকবার পিছিয়ে গিয়েছে ছবিটির মুক্তি। ১১ অগাস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’র।

প্রথম ট্রেলার দেখার পর আমিরের গুণমুগ্ধরা দিনক্ষণ গুনছেন ছবি রিলিজের । পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আর সমাজকে এই ছবি নতুন কী বার্তা দিচ্ছে তা সময়ই বলবে? তবে সবকিছুই ঊর্দ্ধে গিয়েমিস্টার পারফেকশনিস্ট-এর অভিনয় দেখতে মুখিয়ে আছেন সিনেপ্রেমিরা ।


❤ Support Us
error: Content is protected !!