- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৮, ২০২৪
মনোজের বিদায়ী মঞ্চে দ্বিশতরান অভিমন্যুর
বিহারের বিরুদ্ধে জীবনের শেষ রনজি ম্যাচ খেলতে নেমেছেন মনোজ তেওয়ারির। মঞ্চটা তাঁর জন্যই তৈরি। আর মনোজ তেওয়ারির জন্য তৈরি মঞ্চে বাজিমাত করে গেলেন অভিমন্যু ঈশ্বরণ। প্রথম শ্রেনীর ক্রিকেটে তৃতীয় দ্বিশতরান তুলে নিলেন বাংলার এই ওপেনার। তাঁর ২০০ রানের ওপর ভর করে বিহারের বিরুদ্ধে ৫ উইকেটে ৪১১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার্ড করে বাংলা। জবাবে দিনের শেষে বিহার তুলেছে ৩২/১। অর্থাৎ ইনিংস হার বাঁচাতে বিহারের এখনও প্রয়োজন ২৮৪ রান।
বিহারের প্রথম ইনিংসে ৯৫ রানের জবাবে প্রথম দিনের শেষে বাংলা তুলেছিল ১১১/২। ৪৮ রান করে অপরাজিত ছিলেন অভিমন্যু। সঙ্গে অনুষ্টুপ মজুমদার (১৩)। এদিন ৩৯ রান করে আউট হন অনুষ্টুপ। জীবনের শেষ রনজি ম্যাচে দাগ কাটতে পারলেন না অধিনায়ক মনোজ তেওয়ারি। ৭০ বল খেলে মাত্র ৩০ রান করে তিনি আউট হন। আক্রমণাত্মক ব্যাটিং করে ৫৪ বলে ৫৬ রান করে আউট হন অভিষেক পোড়েল।
একপ্রান্তে উইকেট পড়লেও লক্ষ্যে স্থির থেকে দ্বিশতরান পূর্ণ করেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি দ্বিশতরানে পৌঁছতেই চা পানের বিরতির পর ৪১১/৫ তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন মনোজ। ২৩টি চারের সাহায্যে ২৯১ বলে ২০০ রান করে অপরাজিত থাকেন অভিমন্যু। ২০১৯ সালে ভারতীয় ‘এ’ দলের হয়ে ২৩৩ রান করেছিলেন অভিমন্যু। তার পর এদিনের দ্বিশতরান। ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। আশুতোষ আমন ২টি, বীর প্রতাপ সিং ও রবি শংকর ১টি করে উইকেট নেন।
৩১৬ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিহারের তুলেছে ১ উইকেটে ৩২। প্রথম ওভারেই পীযূষ সিংকে (০) তুলে নেন মুকেশ কুমার। মঙ্গল মাহরুর ১৯ ও ঋষভ রাজ ১২ রানে অপরাজিত রয়েছেন।
❤ Support Us