Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৫, ২০২৩

১০০ দিনের টাকা আদায়ে দিল্লিতে বড়ো কর্মসূচি তৃণমূলের। রাজ্যজুড়ে ভারচুয়াল প্রচারে থাকছেন অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
১০০ দিনের টাকা আদায়ে দিল্লিতে বড়ো কর্মসূচি তৃণমূলের। রাজ্যজুড়ে ভারচুয়াল প্রচারে থাকছেন অভিষেক

অক্টোবরের ২ এবং ৩ তারিখ ১০০ দিনের কাজের টাকা সহ কেন্দ্রের কাছে অন্যান্য রাজ্যের বকেয়া আদায়ের জন্য দিল্লির দরবারে বড় আকারের ধরনা কর্মসূচি রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। এই কর্মসূচিতে তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলা ও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা ধরনা কর্মসূচিতে থাকছেন। কর্মসূচির নেতৃত্বে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ তারিখ রাজঘাটের ধরনায় থাকার কথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে ভারচুয়াল সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল সমাবেশ থেকে দলের কর্মী-নেতাদের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তৃণমূল সূত্র জানিয়েছে। চলতি মাসের মধ্যেই  এই ভার্চুয়াল সমাবেশ হবে।  ব্লকে ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে অভিষেকের বক্তব্য পৌঁছে দেওয়া হবে বলে খবর তৃণমূল সূত্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যেহেতু এই কর্মসূচির মূল উদ্যোক্তা, সেই কারণে তিনি নিজেই গোটা বিষয়টি সম্পর্কে দলের সবাইকে অবগত করতে চাইছেন। তবে এই ভারচুয়াল সমাবেশের দিনক্ষণ এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে কেন্দ্র বিরোধী আন্দোলন আরও বৃহত্তর আকারে গড়ে তুলতেই  এবার দিল্লিতে তিনদিনের কর্মসূচির ডাক দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। সেই লক্ষ্যে আগামী ১ অক্টোবর দলের সকলকে দিল্লিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে। ২ তারিখ রাজঘাটে ধরনা হবে। দুপুর ২ টো পর্যন্ত সেখানে তৃণমূলের অনুষ্ঠান চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যোগ দেবেন বলে তৃণমূল সূত্রে জানা গেছে। ওই দিন ৩টের পর জমায়েত ও প্রতিবাদ কর্মসূচি রাখা হয়েছে। ৩ অক্টোবর যন্তরমন্তরে ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের। সেখান থেকে পদযাত্রা করে কৃষিভবন যাবেন তৃণমূল নেতৃত্ব। হাতে থাকবে ৫০ লক্ষ চিঠি। এই চিঠি সংগ্রহ করা হয়েছে গ্রাম থেকে, বিশেষত যাঁরা ১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে এখনও পাননি রাজ্য, অথচ গ্রামীণ কর্মসংস্থানের এটাই একটা বড় প্রকল্প। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার অনুমতি না পেলে কৃষিভবনের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবেন তৃণমূল নেতৃত্ব, এমনই পরিকল্পনা আপাতত রয়েছে, কেননা গিরিরাজ সিং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন তিন অক্টোবর তিনি তাঁর মন্ত্রকে নাথাকতে পারেন, তবে যদি থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তাঁর সঙ্গে তিনি অবশ্যই দেখা করবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!