- এই মুহূর্তে
- জুলাই ২৬, ২০২২
মন্ত্রীসভা থেকে পার্থকে অপসারণের দাবিতে, মমতাকে অধীরের চিঠি

মন্ত্রীসভা থেকে অপসারণের দাবিতে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সাংসদ অধীর চৌধুরী। লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলের নেতা চিঠিতে লিখেছেন, ‘পার্থ চট্টোপাধ্যায় আপনার মন্ত্রিসভার শিল্পমন্ত্রী । ২০১৪ থেকে ২১ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীও ছিলেন । তখন থেকেই রাজ্যে সরকারি ক্ষেত্রে শিক্ষক নিয়োগ ঘিরে দুর্ণীতির অভিযোগ উঠেছে । এই দুর্নীতি ওপেন সিক্রেট। বাংলার মানুষ সবটা জানেন । কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পদক্ষেপ নিয়েছে । সরকারের জন্য এমন ঘটনা কালো দাগ । আমার আবেদন, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হোক।
বিনিয়মি সম্পত্তি এবং নারীযোগের অভিযোগে, রাজ্যের শিল্পমন্ত্রীর গ্রেফতারের পর থেকেই সরব বিরোধী শিবির । চাকরিতে নিয়োগ, চিকিৎসা ক্ষেত্র থেকে, সিন্ডিকেট চালানো, নানা অভিযোগে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে ।
উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি । তাঁর ঘনিষ্ঠ অর্পিতার মুখোপাধ্যায়ের কাছ থেকে ২২ কোটি টাকারও বেশি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা । আগামী ৩ অগাস্ট পর্যন্ত তাঁদের ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত । সোমবার মুখ্যমন্ত্রী জানান, দুর্নীতিকে সমর্থন করি না । কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডও সমর্থন করব । মমতা আরও বলেন, ‘আমার ধারণা রাজনীতি মানে ত্যাগ । এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে । সঠিক সময়ের মধ্যে বিচার হোক । এর মধ্যে কে কে আছে, আমি এখনও জানি না । চোর ডাকাতদের তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয় না ।’
❤ Support Us