- দে । শ
- এপ্রিল ২৪, ২০২৩
সীমান্ত জটিলতা নিয়ে রবিবাসরীয় বৈঠকে মুখোমুখি ভারত চিন । চলতি সপ্তাহেই ভারত সফরে চিনের প্রতিরক্ষা মন্ত্রী
পূর্ব লাদাখে গত তিন বছর ধরেই ভারত ও চিনের সম্পর্ক উত্তেজক আকার নিয়েছে। এই পরিস্থিতিতে চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু ভারতে আসছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র বৈঠকে যোগ দিতে। সূত্রের খবর, আগামী ২৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে দিল্লিতে পা রাখতে চলেছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী।
এর আগে পূর্ব লাদাখ ঘিরে গত তিন বছর ধরে ভারত ও চিনের সেনার মধ্যে যে উত্তেজক পরিস্থিতি দেখা দিয়েছে, তার প্রশমনে রবিবার দু’দেশের শীর্ষস্তরের সেনাকর্তাদের মধ্যে বৈঠক হল। সূত্রের খবর, গতকাল সকাল সাড়ে নটা থেকে ওই বৈঠক শুরু হয়। বৈঠক চলেছে রাত পর্যন্ত। বৈঠক হয়েছে পূর্ব লাদাখের চুসুল-মলডো সীমান্ত এলাকাতে।
এর আগে ভারত ও চিনের সেনাকর্তাদের মধ্যে ২০২২ সালের ২০ ডিসেম্বরে শেষবার বৈঠক হয়েছে। ১৭তম ওই বৈঠকের পরে কাজের কাজ কিছু হয়নি। এর চারমাস পরে গত রবিবার যে বৈঠকটি হল, সেপ্রসঙ্গে সরকারিভাবে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্রের খবর, ভারতের তরফে বৈঠকে নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাশিম বালি। আর চিনের তরফে বৈঠকে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ জিনজিয়াং সেনার প্রধান। এরপর চিন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর ভারত সফরের আগে সেনা প্রত্যাহার করবে কিনা তাও এখন সময়ের অপেক্ষা। সীমান্তের দু’পাশে ভারত ও চিন দু’পক্ষই পর্যাপ্ত সেনা মোতায়েন করেছে। এছাড়া মোতায়েন করা হয়েছে সমরাস্ত্রও।
ভারত মনে করছে, চিন সেনা প্রত্যাহার করলেই দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হতে পারে। তবে চিন সেব্যাপারে এপর্যন্ত কোনও উদ্যোগ দেখায়নি। ফলে চলতি সপ্তাহে চিনের প্রতিরক্ষা মন্ত্রীর ভারত সফরের আগে জটিলতার অবসান হবে কিনা এও দেখার। প্রসঙ্গত, পিপলস লিবারেশন আর্মি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে, অঞ্চল নিজেদের বলে দাবি করছে।
গত সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সেনাকে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। সেনাস্তরে যে আলাপ-আলোচনা চলছে, এর জেরে চিন সেনা সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হবে, এছাড়া সীমান্তে যে অচলাবস্থা দেখা দিয়েছে তাও কাটবে।
❤ Support Us