- দে । শ
- জুন ৭, ২০২৩
যান্ত্রিক গোলযোগের কারণে রাশিয়ায় বিমান অবতরণ। অসহায় অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন ২২০ ভারতীয়

যাওয়ার কথা ছিল আমেরিকা, যান্ত্রিক গোলযোগের কারণের এখন রাশিয়াই এয়ার ইণ্ডিয়ার ২৩২জনের ঠিকানা। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, দেশের প্রত্যন্ত এক গ্রামের স্কুলে তাঁদের রাখা হয়েছে। বিদেশ যেতে গিয়ে এত বড়ো সমস্যার মধ্যে পড়ে স্বাভাবিক কারনেই নাজেহাল বিমানযাত্রীরা। অসহায় মানুষদের পক্ষ থেকে জানান হয়েছে যেখানে তাঁদের এখন পাঠানো হয়েছে সেখানকার পরিবেশ ভীষনই খারাপ। নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। আতঙ্কের মধ্যে তাঁদের দিন কাটছে আর অপেক্ষে করছেন কবে ভারতীয় কোনো প্রতিনিধদল তাঁদের এসে উদ্ধার করবে ও সান ফ্রান্সিসকো পৌঁছে দেবে।
মঙ্গলবার দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পরায় রাশিয়ার মাগাদানে জরুরি ভিত্তিতে অবতরণ করে। সমগ্র যানে ২১৬ জন যাত্রী ছিলেন বাকি ১৬ বিমানকর্মী ও চালকরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ২২০ জনকে স্থানীয় একটি গ্রামীন স্কুলে নিয়ে যাওয়া হয়, বাকিদের একটি কলেজে। কলেজে যে সব যাত্রীরা ছিলেন তাঁদের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়া গেলেও স্কুলে যে সব যাত্রীদের রাখা হয়েছিল তাঁরা খাবার, পানীয় জল , ওষুধপত্রএর যোগান নিয়ে মারাত্মক অভিযোগ করেন। তাঁদের দাবি, একটি তোষকের ওপর ২০ জন লোককে শুতে হচ্ছে। না আছে পুষ্টিকর খাবারের যোগান, না আছে ভালো শৌচাগারের ব্যবস্থা। অধিকাংশ খাবারই সামুদ্রিক যা ভারতীয়দের অনেকেই খেতে অভ্যস্ত নন। ভাষাগতকারণে নিজেদের সমস্যার কথাও তাঁরা সবাইকে বলতে পারছেন না। তবে, এত সমস্যা সত্ত্বেও আশার কথা রাশিয়ান কর্তৃপক্ষ বিপন্ন মানুষের সঙ্গে খুবই আন্তরিক। তাঁরা ওয়াই ফাই ব্যবহার ককরার অনুমতি দিয়েছেন তাই আহতরা সহজেই বাড়ির লোকদের সঙ্গে অনলাইনে কথা বলতে পারছেন।
যাত্রীদের আরো অভিযোগ, রাশিয়া ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে কোনোরকম ভাবে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়নি। তাঁদের র সকল প্রকার সহায়তা প্রদান করা হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের বিকল্প বিকল্প ব্যবস্থাও করার চেষ্টা চলছে। এক্ষেত্রে প্রথমে মুম্বাইতে তাঁদের পাঠানো হবে। তাঁরপর থেকে সেখান থেকে তাঁদের সানফ্রান্সিস্কো গামী অন্য বিমানে করে গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হবে।
❤ Support Us