- দে । শ
- এপ্রিল ২২, ২০২৩
আতিক, আশরাফকে শহিদ আখ্যা আল-কায়দার। বদলা নিতে ভারতে জঙ্গি হামলার হুমকি
মাফিয়া থেকে রাজনীতিক বনে যাওয়া আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ গত ১৫ এপ্রিল খুন হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। যে তিনজন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আতিক ও আশরফকে খুনের ঘটনার পরে এবার হত্যাকাণ্ডের ঘটনার বদলা নিতে সক্রিয় হয়ে উঠেছে আল-কায়দা। আল-কায়দার হুমকি, ওই জোড়া খুনের বদলা নেওয়া হবে। এজন্য ভারতে জঙ্গি হামলা চালানো হবে।
গোয়েন্দা সূত্রের খবর, কুখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়দা সম্প্রতি সাত পৃষ্ঠার একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। ম্যাগাজিনের প্রকাশক আল-কায়দার মিডিয়া শাখা। ওই পত্রিকায় গ্যাংস্টার-রাজনীতিক আতিক এবং আশরফকে শহিদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। একইসঙ্গে বদলা নেওয়ারও ডাক দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেরায় আতিক জানিয়েছিল, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে তার যোগাযোগ আছে। এছাড়া জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গেও যোগাযোগ রেখে চলত সে। পঞ্জাবে ড্রোনের মাধ্যমে অস্ত্র ফেলার ঘটনায় যুক্ত সে। খলিস্তানি জঙ্গি-সহ ভারতের জঙ্গি সংগঠনগুলিকে অস্ত্র সরবরাহ সম্পর্কে এবং নিজে কীভাবে অস্ত্র পেত, সেবিষয়েও গোয়েন্দারা আতিকের কাছে জানতে পারেন। আতিক মোটা টাকা খরচ করে অস্ত্র কিনত, জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গেও দেখা করত বলে জানা গিয়েছে।
স্পেশাল ইনভেস্টিগেশন টিম আতিক ও আশরফ খুনের ঘটনার তদন্ত চালাচ্ছে। সূত্রের খবর, এই হত্যাকাণ্ডের তদন্তে উত্তরপ্রদেশ সরকার যে বিচার বিভাগীয় কমিটি গঠন করেছে, ওই কমিটির সদস্যরা ইতিমধ্যে প্রয়াগরাজে ঘটনাস্থলে এসে খুনের ঘটনার সম্পর্কে খতিয়ে দেখেছেন।
আল-কায়দা ভারতে হামলা চালানোর হুমকি দিলেও ধরাবাঁধা কোনও সময়সীমা বেঁধে দেয়নি। তবে ভারতীয় গোয়েন্দারা আল-কায়দার হুমকিকে হাল্কাভাবে দেখছেন না।
❤ Support Us






