- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৩, ২০২৪
কৃষকদের ক্ষতিপূরণের টাকা তছরুপ, সমবায় ব্যাঙ্কের আধিকারিকদের বিরুদ্ধে উঠল অভিযোগ

কৃষকদের ক্ষতিপূরণের টাকা তছরুপের অভিযোগ উঠল কালনার সাকাটি সমবায়ের ম্যানেজার ও তার ছেলের বিরুদ্ধে। সাকাটি গ্রামের কৃষকরা সংশ্লিষ্ট কালনা ১নং ব্লক কৃষি উন্নয়ন আধিকারিককে লিখিত আবেদন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আবেদনের প্রতিলিপি মহকুমাশাসক, জেলাশাসক ও নবান্নতেও পাঠানো হয়েছে। আবেদনকারীদের সঙ্গে কথা বলে জানা গেল, এলাকার সিংহভাগ বাসিন্দা চাষবাস করেই দিনাতিপাত করেন। গতবছর আলুর মরশুমে কৃষকরা ফসলের ক্ষয়ক্ষতি হলে যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পেতে পারেন, সেজন্য নিজের নিজের আলু চাষের জমির পরিমাণকে ভিত্তি করে সমবায়ের মাধ্যমে বাজাজ ইনসিওরেন্স কোম্পানিতে বিমা করেন। প্রাকৃতিক বিপর্যয়ে আলু চাষ বরবাদ হলে উপযুক্ত ক্ষতিপূরণও মেলে। সংশ্লিষ্ট কৃষকের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ জমা হওয়ার বার্তা মোবাইলে মেসেজও আসে।
এরপর ৬ মাস ধরে সমবায়ের ম্যানেজারের কাছে গেলেও সেই টাকা মেলেনি বলে দাবি কৃষকদের। সবমিলিয়ে ১২৪ জন কৃষক প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। নজরুল হক মণ্ডল, ইয়াসিন শেখদের কথায়, ‘জানতে পারলাম, বিমার জন্য যে পরিমাণ টাকা জমা দেওয়া হয়েছে, তার থেকে অনেক কম টাকা বিমার খাতে জমা করেছেন ম্যানেজার। টাকা জমা করার কোনও রসিদও দেয়নি।’ আরও বলেন, ‘টাকা চাইতে গেলে উল্টোপাল্টা যুক্তি দিয়ে আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে আর বিভ্রান্ত করে ঘোরানো হচ্ছে।’ অভিযোগ, ‘ম্যানেজার মহম্মদ আলি মল্লিকের ছেলে কৌশিক মল্লিক নিজেকে ভাগচাষি দেখিয়ে কৃষকদের ক্ষতিপূরণের সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়েছে।’ অভিযোগের প্রাপ্তি স্বীকার করে ব্লক কৃষি উন্নয়ন আধিকারিক শুভেন্দু মণ্ডল বললেন, ‘ম্যানেজারকে ডেকে পাঠিয়েছি। অভিযোগ সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’
❤ Support Us