Advertisement
  • দে । শ
  • জুন ১৮, ২০২৪

পদ্ম ত্যাগের রোষানল। পুরনো দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ সিরিয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
পদ্ম ত্যাগের রোষানল। পুরনো দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ সিরিয়ার

সন্দেশখালি আন্দোলনে ছিলেন বিজেপির সঙ্গে। এমনকী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালিতে গিয়ে গাড়ির বনেটে উঠে যেদিন বক্তব্য রাখতে গিয়ে পড়ে যান সেদিন সিরিয়া পারভিন ছিলেন সুকান্তর পাশে। তিনি সুকান্তকে রক্ষা করা চেষ্টাও করেন। তারপরে তিনি বিজেপি ছেড়ে লোকসভা নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দেন। সেই সিরিয়া ওপরে হামলার অভিযোগ উঠল। রাস্তায় গাড়ি থেকে নামিয়ে অশ্রাব্য গালিগালাজ, গায়ে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁর গাড়ির চালকেও নিগ্রহের ঘটনা ঘটেছে। অভিযোগের আঙুল বিজেপি এবং আইএসএফের দিকে। বিজেপি নেতা কাশেম আলি, এই ঘটনাকে সাজানো এবং মিডিয়ার ফুটেজ পাওয়ার জন্য বলে মন্তব্য করেছেন। কাশেম বলেন, উনি একসময় বিজেপি করতেন। তার পর তিনি তৃণমূলে চলে যান। সেখানে কেউ তাঁকে নেত্রী হিসেবে মেনে নিতে পারেননি। আমার কাছে খবর আছে তিনি নিজেই লোকজন সাজিয়ে রেখে মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য এসব করেছেন। এই ঘটনার সঙ্গে বিজেপির কোন যোগ নেই। ‌

রবিবার রাত সাড়ে ৭ টা নাগাদ বাদুড়িয়ার যদুরহাটি নতুন হাটখোলার কাছে এই ঘটনা ঘটে। সিরিয়া পারভিন বাদুড়িয়া থানায় অভিযোগ করেছেন। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ভবনে গিয়ে সিরিয়া পারভিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার আগে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সম্পাদিক ছিলেন সিরিয়া। সন্দেশখালির ঘটনার সময়ে বিজেপির চক্রান্ত বুঝে তিনি বিজেপির সংস্রব ছেড়ে লোকসভা ভোটের আগেই তৃণমূলে যোগ দেন। নির্বাচনে এলাকায় তৃণমূলের হয়ে প্রচারে সক্রিয় অংশ নেন। সিরিয়া পারভিনের অভিযোগ, রবিবার রাতে তিনি ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন সেই সময় যদুরহাটি নতুন হাটখোলা পেরিয়ে রাস্তার মোড়ে এক ব্যক্তি তার গাড়ির সামনে এসে তাঁর পথ আটকায়। সাইকেল থেকে নেমে সিরিয়ার গাড়ির দরজা খুলে তাঁকে নামাতে যায়। গাড়ির চালক প্রতিবাদ করলে তার ওপর চড়াও হয় ওই ব্যক্তি। সিরিয়াকেও ধাক্কা মারে। অশ্রাব্য গালিগালাজ করতে থাকে। লোকজন জড়ো হয়ে যায়। ব্যক্তিগত দেহরক্ষী সিরিয়াকে সরিয়ে নিয়ে যায়। সিরিয়া বলেন, এই হামলার পেছনে বিজেপির হাত আছে। আইএসএফকে কাজে লাগিয়ে বিজেপি এই কান্ড করেছে। তিনি বলেন, আমার গাড়ির চালক ও দেহরক্ষী না থাকলে আমার ওপর ওইদিন বড় আঘাত আসতে পারত। এই ঘটনার সঠিক তদন্ত দাবি করেন তিনি। দলের জেলা নেতৃত্বকেও ঘটনার কথা জানিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!