- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২০, ২০২৩
অমৃতের সন্ধানে পুলিশের জালে কিরণ ! ইংল্যাণ্ড যাত্রায় বিমানবন্দরে আটক ধর্মগুরুর জীবনসঙ্গী

খলিস্তানপন্থী স্বঘোষিত ধর্মগুরু অমৃতপালকে খুঁজে না পেয়ে তাঁর স্ত্রীকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করল পাঞ্জাব পুলিশ। তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে , অমৃতসর বিমানবন্দর বিমানে চেপে লণ্ডনে উড়ে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন কিরণদীপ কওর। তখনই তাঁকে আটক করা হয়য়।। গোয়েন্দাদের ধারণা, তিনি তাঁর জীবনসঙ্গীকে পালিয়ে যেতে সাহায্য করেছেন।
কিরণদীপকে আগে কখনও পুলিশ আটক করেনি। কোনো সুনির্দিষ্ট অভিযোগও কেউ কখনও তাঁর নামে অভিযোগ দায়ের করেনি। সাম্প্রতিক কালে ইংল্যাণ্ডে বাবর খালসা ইন্টারন্যাশলান গোষ্ঠী যখন নাশকতামূলক কাণ্ড ঘটিয়ে ছিল তাতেও তাঁর জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বস্তুত, তিনি যে এই গ্রুপের সদস্য সে সম্পর্কে কোনো তথ্য পুলিশের কাছে নেই। মার্চ মাসে যখন অমৃতপাল নিখোঁজ হন তখন তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল খলিস্তানি নেতা বিদেশ থেকে অর্থ পান কিনা। সে ব্যাপারেও তিনি নিজের সাধ্যমতো তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেছিলেন ।
যুক্তরাজ্যের পাসপোর্ট ধারী ও সেদেশের নাগরিক হওয়ায় তার বিলেত যেতে আইনত কোনো বাধা নেই। তা সত্ত্বেও তাঁকে কেন আটক করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন ? তদন্তকারীদের মতে অমৃতপাল সম্পর্কে তার কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকতে পারে। তিনি বিদেশে চলে গেলে তাঁর হদিশ পাওয়া কঠিন হয়ে পড়বে । পুলিশের দাবি নিয়ে সংশয় রয়েছে। ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়ে কিরণদীপ জলন্ধরে এসেছেন। মাত্র একমাস সংসার করেছেন ‘ওয়ারিশ দি পাঞ্জাব’এর প্রধানের সঙ্গে। সেক্ষেত্রে তাঁর কাছে এমন কি গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে যার সন্ধান পূর্বে জিজ্ঞসাবাদ করেও উদ্ধার করতে পারল না পাঞ্জাব পুলিশ?
❤ Support Us