Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ২৫, ২০২৪

কানের মঞ্চে সম্মানিত ‘দ্য শেমলেশ’। সেরা অভিনেত্রীর শিরোপা বঙ্গতনয়া অনুসুয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
কানের মঞ্চে সম্মানিত ‘দ্য শেমলেশ’। সেরা অভিনেত্রীর শিরোপা বঙ্গতনয়া অনুসুয়ার

৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে এবারে ভারতের জয়জয়কার। প্রথম ভারতীয় রূপে  সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন বঙ্গতনয়া অনুসুয়া সেনগুপ্ত। উৎসবের লাল গালিচায় লাগল সাফল্যের রঙ।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য শেমলেশ’-এর জন্য নির্বাচিত হলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপায়। পুরস্কার হাতে নিয়ে আবেগমথিত কণ্ঠে অনুসুয়া বললেন ,’এই পুরস্কার সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। বিশ্বে যেসব সম্প্রদায়  সমাজের সাথে লড়াই করে টিকে আছে, এই সম্মান তাদের জন্য। অথচ তাদের কি আদৌ এই যুদ্ধ করে বেঁচে থাকার কোনও দরকার ছিল !’  সারাবিশ্বের মহিলাদের বিশেষ করে বাদামি চামড়ার মানুষদের সসম্মানে সাফল্যের দিকে এগিয়ে আসার  প্রচেষ্টাকে মঞ্চ থেকে কুর্নিশ জানালেন অভিনেত্রী।

কলকাতার মেয়ে অনুসুয়ার চরিত্রটির নাম ছিল ‘রেণুকা।’  ছবিটিতে তার কাহিনিই দেখিয়েছেন বুলগেরিয়ান পরিচালক কন্সতান্তাইন বোজানভ। রেণুকা পেশায় দিল্লির এক দেহপসারিণী। একজন পুলিশ অফিসারকে হত্যা করে সে শহর ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীকালে , ১৭ বছর বয়সী অন্য এক দেহোপজীবিনীর  সাথে  নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এই ঘটনার সাথে ছবিতে রেণুকার সংগ্রামী জীবনকে তুলে ধরা হয়েছে । ‘রেণুকা’-র অভিনয় অবশেষে স্বীকৃতি পেল কানের মঞ্চে।

তবে অনুসুয়াতেই শেষ নয়। পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিঊটের ছাত্র চিদানন্দ নায়েক পরিচালিত ‘ সানফ্লাওয়ারস ওয়ের দ্য ফার্স্ট ওয়ান্স টু নো’ শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের ছবি হিসেবে মনোনীত হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে আরেক অনাবাসী ভারতীয় নির্দেশক মানসী মহেশ্বরী ছবি ‘বানিহুড ।’
বিসর্জনের বাদ্যি বেজেছে ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবের । এবারের উৎসব সাক্ষী হয়ে থাকলো অশ্বেতাঙ্গ বলয়ের দেশ ভারতবর্ষের জয়ের পদধ্বনির। এবারের উৎসব তাই সব দিক থেকেই ভীষণ স্পেশাল যে কোনও ভারতবাসীর কাছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!