- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২০, ২০২৩
এবার সরব অংশু মালিক, সাংবাদিক দেখে পালিয়ে গেলেন ব্রিজভূষণ

ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের পর এবার ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন আর এক অলিম্পিয়ান অংশু মালিক। তিনিও ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন। প্রতিবাদী কুস্তিগীরদের অভিযোগ যে সরকার গুরুত্ব দিয়ে দেখছে, অনুরাগ ঠাকুরের কার্যকলাপেই তার প্রমাণ। বৃহস্পতিবার রাতেই কুস্তিগীরদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি ভারতীয় কুস্তিগীররা। বিতর্কে জড়িয়ে পড়া ব্রিজভূষণ শরণ সিংকে ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট পদ থেকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। শুক্রবার ব্রিজভূষণের সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। কিন্তু তিনি সারাদিন পালিয়ে বেড়ালেন।
অলিম্পিয়ান অংশু মালিক এদিন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বলেন, ‘ফেডারেশন প্রেসিডেন্ট যখনই জাতীয় শিবিরে উপস্থিত হন, প্রত্যেক মহিলা কুস্তিগীরই অস্বস্তি অনুভব করেন। জাতীয় শিবিরে জুনিয়র পর্যায়ের মেয়েরা যে ফ্লোরে থাকে, সেখানেই একটা ঘর নিয়ে থাকেন ফেডারেশন প্রেসিডেন্ট। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময়ও এমন ঘটনা ঘটেছিল। সবসময় ঘরের দরজা খুলে রাখতেন। এতে সব মেয়েই অস্বস্তি বোধ করত।’ ভিনেশ ফোগাটদের মতো ফেডারেশনের প্রশাসন ভেঙে দেওয়ারও দাবি তুলেছেন অংশু মালিক।
এদিকে, ক্রীড়ামন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তাঁর বাসভবনে গিয়ে বৈঠক করেছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, রবি দাহিয়া, অংশু মালিকরা। সঙ্গে চার ঘণ্টা ধরে চলা সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাইয়ের ডিজি সন্দীপ প্রধান। অনুরাগ ঠাকুরের কাছে কুস্তিগীররা নিজেদের অভিযোগগুলি তুলে ধরে ফেডারেশন ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের আর্জি জানান।
প্রেসিডেন্টের পদ থেকে ব্রিজভূষণ শরন সিং পদত্যাগ করেন কিনা, তা নিয়ে শুক্রবার সারাটা দিন ধরে টানাপোড়েন চলল। শেষ পর্যন্ত সন্ধেয় সাংবাদিকদের দেখে পালিয়ে গেলেন ব্রিজভূষণ। ২২ জানুয়ারি জাতীয় কুস্তি সংস্থার বার্ষিক সাধারণ সভা রয়েছে। তার পরেই ব্রিজভূষণ মুখ খুলতে পারেন।
❤ Support Us