- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১৮, ২০২২
পাকিস্তানে ভয়াবহ আর্থিক সঙ্কট। বেতন না পেয়ে রাস্তায় সরকারি কর্মীরা ।

আর্থিক সঙ্কট চরমে । পাকিস্তান কর্মীদের বেতন দিতে পারছে না। এই অভিযোগে বালুচিস্তানে ইমরান খানের প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ তুঙ্গে । পথে পথে প্রতিবাদ। বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মীরা ।এএনআই সূত্রে খবর, বালুচিস্তানের রাজধানী কোয়েটায় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন সরকারের ‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এজেন্সি’র কর্মীরা। তাঁদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে তাঁরা বেতন পাচ্ছেন না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনও দেওয়া হচ্ছে না। আন্দোলনরত কর্মীদের দাবি, অবিলম্বে সব বকেয়া মেটাতে হবে। পাকিস্তানের সমস্যা আরও জটিল হয়ে উঠছে। বালুচিস্তানের শ্রমিক সংগঠনগুলির সরকার বিরোধী তৎপরতায়। শ্রমিক নেতারা জানিয়েছেন ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।বকেয়া না মেটালে শুধু কোয়েটায় নয়, গোটা বালোচিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হবে ।
উল্লেখ্য, করোনা মহামারী ও সরকারের নীতিগত ব্যর্থতার কারণে পাকিস্তান কার্যত দেউলিয়া। গত বছর বেতন না পেয়ে টুইটারে সরব হয়েছিলেন সার্বিয়ার পাক দূতাবাসের কর্মীরা। দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে দাবি করা হয়, তাঁদের কর্মীরা ৩ মাস বেতন পাননি। এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে নীরব থাকা কোনও ভাবেই সম্ভব নয়। টুইট নিয়ে শোরগোল পড়ে যায়। আন্তর্জাতিক স্তরে ইমরান খান সরকারের সমালোচনা শুরু হয়।
গত কয়েকমাসে বালুচিস্তানে পাকিস্তান বিরোধী আন্দোলন আরও তীব্র হয়েছে। এরকম পরিস্থিতিতে সরকারি কর্মীদের অসন্তোষ আগুনে ঘি ঢেলে দিচ্ছে । জানুয়ারি মাসে বালুচ বিদ্রোহী সংগঠনগুলির সঙ্গে ভয়াবহ লড়াইয়ে পাক সেনাবাহিনীর ভয়াবহ লড়াই হয়। বিদ্রোহ দমনে পাক ফৌজ নির্বিচারে হত্যা চালাচ্ছে । এ সব অভিযোগ তুলে এক সপ্তাহ আগে রাষ্ট্রসঙ্ঘে স্বাধীন বালুচিস্তানের দাবি জানায় বালুচ রাজপরিবার ।আর্থিক সঙ্কটের সঙ্গে যুক্ত হয়েছে বালুচিস্তানের রাজনৈতিক অস্থিরতা । ইমরান সরকারের সঙ্কট বাড়তে পারে আরও ।
❤ Support Us