Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৪, ২০২২

এবার নিলামে উঠছে ‘‌হ্যান্ড অফ গড’‌ ম্যাচের সেই ঐতিহাসিক বল

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার নিলামে উঠছে ‘‌হ্যান্ড অফ গড’‌ ম্যাচের সেই ঐতিহাসিক বল

১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ‘‌হ্যান্ড অফ গড’‌ ম্যাচে দিয়োগো মারাদোনার জার্সি আগেই নিলাম হয়েছে। নিলামে রেকর্ড দাম উঠেছিল সেই জার্সির। এবার নিলামে উঠেতে চলেছে সেই ম্যাচের আরও একটা স্মারক। যে স্মারকের দাম ফুটবল কিংবদন্তীর জার্সিকেও ছাপিয়ে যেতে পারে।

কাতারে বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ১৬ নভেম্বর লন্ডনে নিলামে তোলা হবে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ড–আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল ম্যাচের সেই ঐতিহাতিক বল। যে বলটা মারাদোনা হেড দিতে উঠে হাত দিয়ে ইংল্যান্ডের জালে ডুকিয়েছিলেন। এই বলেই মারাদোনা স্মরণীয় দুটি গোল করেছিলেন। ২৮ অক্টোবর থেকে সম্ভাব্য ক্রেতারা অনলাইনে নিজেদের নাম নথিভূক্ত করতে পারবেন। নিলামের দায়িত্বে থাকা সংস্থা আশা করছে ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা দাম উঠতে পারে ওই ঐতিহাসিক বলটির। লন্ডনের নিলাম সংস্থা গ্রাহাম বাডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌বলটি ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। অন্যান্য জিনিসের সঙ্গে এই বলটি যখন নিলামে উঠবে, ব্যাপক জনপ্রিয় হবে।’‌

মারাদোনার ‘‌হ্যান্ড অব গড’‌ গোলের সেই বলটি এই মুহূর্তে রয়েছে আলি বিন নাসেরের কাছে। মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ড ও আর্জেন্টিনার কোয়ার্টার ম্যাচটি পরিচালনা করেছিলেন তিউনিশিয়ার এই রেফারি। আলি বিন নাসের বলেন, ‘‌আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসের অংশ এই বল। আমার মনে হয় এটিই সঠিক সময় বিশ্ব ফুটবলের সঙ্গে এই বলকে শেয়ার করে নেওয়ার।’ মারাদোনার সেই গোল সম্পর্কে রেফারি নাসের বলেছিলেন, ‘কিছুটা মাথার ভূমিকা ছিল, সামান্য হ্যান্ড অব গড।’ গত মে মাসে মারাদোনার সেই ম্যাচের জার্সি অনলাইন নিলামে বিক্রি হয়েছিল ৯.৩ মিলিয়ন ডলারে। তখনও পর্যন্ত এটিই ছিল সবচেয়ে দামি ক্রীড়া স্মারক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!