Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৩, ২০২৩

মণিপুরে আবার চলল গুলি, গাড়িতে বিস্ফোরণ। নিহত দুই।

গত মে মাস থেকে হিংসা শুরুর পরেই, প্রশাসনিক সিদ্ধান্তে অঞ্চলে রদ করা হয় ইন্টারনেট । ইন্টারনেট অধিকার এবং গবেষণা সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন মণিপুরে অব্যাহত ইন্টারনেট বন্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুরে আবার চলল গুলি, গাড়িতে বিস্ফোরণ। নিহত দুই।

মণিপুরের ইকপি ২৩ জুন বিকেলে পাহাড়ের দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঢুকে পড়ে গুলি চালায় । সেনাবাহিনী জানিয়েছে, দুষ্কৃতীরা উরংপাট এবং গোয়ালতাবি গ্রামের দিকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে ।

গ্রামে নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল । মহিলাদের একটি বড় দল ইকপি এবং সেজং এলাকায় এই জনতার সঙ্গে ছিল, তারাই ওই এলাকায় অতিরিক্ত সেনা চলাচলে বাধা দেয় ।

২১ শে জুন, মণিপুরের উরংপাট থেকে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ হয় এবং একটি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে । কোয়াটকার দক্ষিণে ৯ নং ওয়ার্ডের কাছে একটি সেতুতে এই বিস্ফোরণ হয় বলে খবর ।

আনুমানিক সোয়া সাতটায় কোয়াটকার দক্ষিণে ৯ নং ওয়ার্ডের কাছে একটি স্করপিও গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটে । এই বিস্ফোরণের ঘটনায় বিষ্ণুপুর জেলার কোয়াটকায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছে, যদিও হতাহতের সংখ্যা সম্পর্কে প্রশাসন নিশ্চিত করে কিছু জানায়নি । সূত্রের খবর, একটি কালভার্টের উপরে একটি স্করপিও পার্ক করা হয়েছিল এবং কয়েকজন পথচারী চালককে গাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিল । তবে বিকেল পৌনে ছ’টায় ইম্ফল পূর্বে, ইকপি-র উত্তরে উরংপাটের কাছে স্বয়ংক্রিয় ছোট অস্ত্র থেকে গুলির শব্দ শোনা গিয়েছে । প্রশাসনিক সূত্রে জানা গেছে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে ।

এদিকে মণিপুরে অব্যাহত হিংসায় এখনো স্তব্ধ ইন্টারনেট যোগাযোগ । ফলে বিপর্যস্ত বেশ কিছু জরুরী পরিষেবাও । গত মে মাস থেকে হিংসা শুরুর পরেই, প্রশাসনিক সিদ্ধান্তে অঞ্চলে রদ করা হয় ইন্টারনেট । ইন্টারনেট অধিকার এবং গবেষণা সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন মণিপুরে অব্যাহত ইন্টারনেট বন্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে । জাতিগত সংঘাত বৃদ্ধির পরে ৩ মে রাজ্যে প্রথম ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং তারপর থেকে একাধিক সরকারি আদেশের মাধ্যমে শাটডাউন বাড়ানো হয়েছে । এভাবে ইন্টারনেট বন্ধ রাখাকে মৌলিক অধিকারে হস্তক্ষেপ বলে ওই সংস্থা তাদের বিবৃতিতে দাবি করেছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!