- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৫, ২০২৪
জামিনের আবেদন খারিজ, লোকসভা নির্বাচনে জেলেই কাটাতে হবে কেজরিওয়ালকে

লোকসভা নির্বাচনের সময় জেলেই কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। সোমবার সুপ্রিম কোর্ট এই আপ নেতার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে। আগামী ২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পরবর্তী শুনানির আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে জবাব তলব করেছে দেশের মহামান্য আদালত। ২৪ এপ্রিলের মধ্যে এই কেন্দ্রীয় সংস্থাকে সুপ্রিম কোর্টের কাছে নিজেদের বক্তব্য পেশ করতে হবে।
সুপ্রিম কোর্টের পর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতেও স্বস্তি পাননি কেজরিওয়াল। ১৪ দিনের জেল হেফাজত শেষে এদিন তাঁকে আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়। শুনানি শেষে বিচারক জেল হেফাজতের মেয়াদ ২৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন।
দিল্লির সংক্রান্ত দুর্নীতি মামলায় ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। ৯ এপ্রিল সেই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয় কেজিওয়ালের গ্রেফতার বেআইনিভাবে হয়নি। ইডি আদালতকে জানিয়েছিল, কেজরিওয়ালকে গ্রেফতারের পেছনে তাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। তাঁকে দুর্নীতির মূলচক্রী হিসেবে আদালতে দেখিয়েছিল ইডি। এছাড়া তাদের অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল তদন্তে সহযোগিতা করেননি। আপাতত তিহার জেলেই বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
সোমবার কেজরিওয়ালের জামিনের আবেদনের মামলার শুনানিতে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে বলেন, “নির্বাচনী প্রচার থেকে দূরে সরিয়ে রাখতেই কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। শুক্রবার আমরা এই মামলার শুনানির জন্য অনুরোধ করছি।” অভিষেক মনু সিংভির আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত জানায়, এত দ্রুত এই মামলার শুনানি সম্ভব নয়। অর্থাৎ ১৯ এপ্রিল শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনে প্রচারে হাজির থাকতে পারছেন না অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে জেলেই কাটাতে হবে।
❤ Support Us