শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
এশিয়া কাপের কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে দারুণ জয় তুলে নিল পাকিস্তান। সাকিব আল হাসানের দলের বিরুদ্ধে বাবর আজমদের জয় ৭ উইকেটে। পাকিস্তানের জয়ের নায়ক জোরে বোলার হ্যারিস রউফ। দুরন্ত বোলিং করে ১৯ রানে তুলে নেন ৪ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতের বিরুদ্ধে রবিবার মাঠে নামার আগে আত্মবিশ্বাস জোগাবে পাকিস্তানকে।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৭ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন মুশফিকুর রহিম। ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ৫৩ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের বাকি ব্যাটাররা রান পাননি। আগের ম্যাচে সেঞ্চুরি করা মেহেদি হাসান মিরাজকে (০) দ্বিতীয় ওভারেই তুলে নেন নাসিম শাহ। এরপর দ্রুত আউট হন লিটন দাস (১৬), মহম্মদ নইম (২০), তৌহিদ হৃদয়রা (০)। চাপের মুখে দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১৯ রানে ৪ উইকেট নেন হ্যারিস রউফ। ৩৪ রানে ৩ উইকেট পান নাসিম শাহ।
জয়ের জন্য ১৯৪ রানের টার্গেটে সহজেই পৌঁছে যায় পাকিস্তান। শুরুতে সতর্ক ছিলেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম–উল–হক। ফখরকে (২০) তুলে নিয়ে প্রথম ধাক্কা দেন শরিফুল ইসলাম। বাবর আজম (১৭) বড় রান পাননি। তিনি তাসকিনের বলে প্লেড–অন হন। এরপর পাকিস্তানকে টেনে নিয়ে যান ইমাম–উল–হক ও মহম্মদ রিজওয়ান। ৮৪ বলে ৭৮ রান করে আউট হন ইমাম। মারেন ৫টি চার ও ৪টি ছয়। ৭টি চার ও ১টা ছক্কার সাহায্যে ৭৯ বলে ৬৩ রান করা অপরাজিত থাকেন মহম্মদ রিজওয়ান। ২১ বলে ১২ রান করে অপরাজিত থাকেন আগা সলমন।
ম্যাচ হারের পর সাকিব বলেন, ‘এই ধরনের উইকেটে প্রথম ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারানো উচিত হয়নি। বাজে শট খেলে ব্যাটাররা আউট হয়েছে। আমার আর মুশফিকুরের পার্টনারশিপ ভাল হলেও আরও ৭–৮ ওভার ক্রিজে থাকা উচিত ছিল। আমরা খুব খারাপ ব্যাটিং করেছি। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে।’ তিন বিশ্বমানের জোরে বোলার পাকিস্তানের কাজ সহজ করে দিচ্ছে বলে মনে করছেন সাকিব।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34