- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৩, ২০২৪
নাটকীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে শেষ বলে জয় তুলে নিল হায়দরাবাদ

রাজস্থান রয়্যালসের ইনিংসের শুরুতে যশস্বী জয়সওয়ালের ক্যাচ ফেলে দিয়েছিলেন প্যাট কামিন্স। ১৯ তম ওভারে ভুলের প্রায়াশ্চিত্য। ধ্রুব জুরেলকে তুলে নিয়ে এবং ওই ওভারে মাত্র ৭ রান দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে ১ রানে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে সানরাইডার্স হায়দরাবাদ। শেষ বলে রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ২ রান। ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হন রভম্যান পাওয়েল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ। এদিন আক্রমণাত্মক মেজাজে শুরু করতে পারেননি দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ৫.১ ওভারে ৩৫ রানের মধ্যে আউট হন অভিষেক শর্মা (১০ বলে ১২) ও আনমোলপ্রীত সিং (৫ বলে ৫)। এরপর দলকে টেনে নিয়ে যান ট্রাভিস হেড ও নীতিশ রেড্ডি। ৪৪ বলে ৫৮ রান করে আউট হন ডেড। শেষ দিকে ঝড় তুলে হায়দরাবাদকে ২০১/৩ রানে পৌঁছে দেন নীতিশ রেড্ডি ও হেনরিখ ক্লাসেন। ৪২ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন নীতিশ। ১৯ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন।
জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই জস বাটলার (০) ও সঞ্জু স্যামসনের (০) উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজস্থান। সেখান থেকে দলকে টেনে তোলেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ। দুজনই একবার করে জীবন পান। ৪০ বলে ৬৭ রান করে আউট হন যশস্বী। ৪৯ বলে ৭৭ রান করেন রিয়ান পরাগ। শেষদিকে হায়দরাবাদকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান শিমরন হেটমায়ের (৯ বলে ১৩) ও রভম্যান পাওয়েল (১৫ বলে ২৭)। কিন্তু শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি। হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ৪১ রানে ৩ উইকেট নেন।
❤ Support Us