Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৭, ২০২৫

শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে নাটকীয় জয় ভারতের, ফাইনালে কাল সামনে পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে নাটকীয় জয় ভারতের, ফাইনালে কাল সামনে পাকিস্তান

‌নিয়মরক্ষার ম্যাচ যে এরকম উত্তেজক হয়ে দাঁড়াতে পারে, ক্রিকেটপ্রেমীরা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি। ২০২ রান তাড়া করে স্কোর সমান সমান!‌ তাও আবার প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া দলের!‌ শেষ পর্যন্ত ম্যাচ গড়াল সুপার ওভারে। এশিয়া কাপে সুপার ফোরের রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারাল ভারত। রবিবার ফাইনালে সামনে পাকিস্তান। ফাইনালের আগে বোলিং নিয়ে চিন্তা বাড়াল ভারতের।
দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক চরিথ আসালাঙ্কা। দ্বিতীয় ওভারে শুভমান গিল (‌৩ বলে ৪)‌ ফিরে গেলেও এদিনও দাপট দেখালেন অভিষেক শর্মা। তিনিই দলকে এগিয়ে নিয়ে যান। সপ্তম ওভারে দলীয় ৭৪ রানের মাথায় আউট হন অধিনায়ক সূর্যকুমার যাদব (‌১৩ বলে ১২)‌। এক ওভার পরেই ফিরে যান অভিষেক শর্মা। ৩১ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। মানের ৮টি ৪ ও ২টি ৬।
অভিষেক আউট হওয়ার পর ভারতের রানের গতি অব্যাহত রাখেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। ২৩ বলে ৩৯ রান করে আউট হন সঞ্জু। হার্দিক পান্ডিয়া (‌৩ বলে ২)‌ রান পাননি। ভারতকে ২০০ রানের গন্ডি পার করে দেন তিলক ও অক্ষর প্যাটেল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত। তিলক ভার্মা ৩৪ বলে ৪৯ ও অক্ষর প্যাটেল ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।
জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কুশল মেন্ডিসের (‌০)‌ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যান পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরা। বারবার বোলিং পরিবর্তন করেও এই জুটিকে ভাঙতে পারছিলেন না সূর্যকুমার। ভারতের কোনও বোলারই এই দুই শ্রীলঙ্কান ব্যাটারের হাত থেকে রক্ষা পাননি। ১৩ তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে আউট হন কুশল পেরেরা (‌৩২ বলে ৫৮)‌। চরিথ আসালঙ্কা (‌৯ বলে ৫)‌, কামিন্দু মেন্ডিসরা (‌৭ বলে ৩)‌ রান না পেলেও শ্রীলঙ্কাকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান পাথুম নিসাঙ্কা। শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল ১২। হর্ষিত রানার প্রথম বলে আউট হন। ৫৮ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। মারেন ৭টি ৪ ও ৬টি ৬। শেষ ওভারে শ্রীলঙ্কা তোলে ১১। টাই হয়ে যায়। ম্যাচ গড়ায় সুপার ওভার।
সুপার ওভারে কুশল পেরেরা ও দাসুন শনাকার উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২ রান তোলে। হাসারাঙ্গার প্রথম বলেও ৩ রান নিয়ে ভারতকে রুদ্ধশ্বাস জয়ে এনে দেন সূর্যকুমার যাদব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!