- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৫, ২০২৩
এশিয়াড থেকে বিদায় সিন্ধুর, পদক নিশ্চিত করে ইতিহাসের সামনে প্রণয়

এশিয়াড অভিযান শেষ পিভি সিন্ধুর। দেশকে হতাশ করলেন ভারতের এই এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল পিভি সিন্ধুকে। সিন্ধুর বিদায়ের দিনে পদক নিশ্চিত করেছেন এইচএস প্রণয়। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন এই ব্যাডমিন্টন তারকা। ৪১ বছর পর আবার পুরুষদের সিঙ্গলসে পদক এল। তবে প্রণয়ের সামনে সুযোগ আছে ইতিহাস গড়ার।
মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন চীনের হে বিংজিয়াও। প্রথম গেম শুরু থেকেই জমে উঠেছিল। একসময় স্কোর ছিল ৬–৬। সেখান থেকে ৯–৬ ব্যবধানে এগিয়ে যায় বিংজিয়াও। এরপর আর তাঁকে ধরতে পারেননি সিন্ধু। শেষ পর্যন্ত লিড ধরে রেখে ২১–১৬ ব্যবধানে প্রথম গেম জিতে নেন বিংজিয়াও।
দ্বিতীয় গেমের শুরুতে সিন্ধু কিছুটা লড়াই করেন। একসময় স্কোর ছিল ৯–৮ ব্যবধানে পিছিয়ে যান সিন্ধু। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন বিংজিয়াও। ১২–৮ ব্যবধানে এগিয়ে যান। এরপর লড়াই থেকে হারিয়ে যান সিন্ধু। শেষ পর্য়ন্ত ২১–১২ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান বিংজিয়াং। ২০১৪ ইনচিওন ও ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে পদকজয়ী সিন্ধুকে হাংঝৌ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে।
অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেছেন এইচএস প্রণয়। তীব্র উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার লি জি জিয়াকে ৭৮ মিনিটের দীর্ঘ লড়াইয়ে হারিয়েছে ২১–১৬, ২১–২৩, ২৩–২১ ব্যবধানে। ৪১ বছর পর ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে পদক এল ভারতের ঘরে। ১৯৮২ দিল্লি এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে শেষবার পদক জিতেছিলেন সৈয়দ মোদি। ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। প্রণয়ের সামনে সুযোগ আছে তাঁকে ছাপিয়ে ইতিহাস গড়ার।
❤ Support Us