Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৬, ২০২৩

‌পুরুষদের কবাডিতে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারত, সোনার লড়াইয়ে মেয়েরাও

আরম্ভ ওয়েব ডেস্ক
‌পুরুষদের কবাডিতে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারত, সোনার লড়াইয়ে মেয়েরাও

এশিয়ান গেমসে পাকিস্তানের ওপর আবার আধিপত্য দেখাল ভারত। হকি, স্কোয়াশের পর এবার জয় তুলে নিল কবাডিতে। ৬১–১৪ পয়েন্টে পাকিস্তানকে উড়িয়ে পৌঁছে গেল ফাইনালে। একই সঙ্গে আরও একটা পদক নিশ্চিত করল। মহিলা কবাডি দল আগেই পদক নিশ্চিত করেছিল। এবার সোনা–রুপোর লড়াইয়ে পৌঁছে গেল পুরুষ দলও।
পাকিস্তানকে সামনে দেখলেই জ্বলে ওঠেন ভারতীয়রা। সে ক্রিকেটই হোক কিংবা হকি। কবাডিতেও কখনও পিছিয়ে থাকে না। এশিয়ান গেমসের সেমিফাইনালে অবশ্য পাকিস্তানই দারুণভাবে শুরু করেছিল। শুরুতেই ৪–০ ব্যবধানে এগিয়ে যায়। এরপরই নবীন কুমারের ঝড়ে উড়ে যায় পাকিস্তান। পরপর ৫ পয়েন্ট তুলে নিয়ে এগিয়ে যায় ভারত। পাকিস্তান আবার সমতা ফেরায়। তারপর আর ভারতকে আটকে রাখা যায়নি। একের পর এক পয়েন্ট তুলে বিরতিতে ৩৫–৫ ব্যবধানে এগিয়ে যায়।
বিরতির পরও দাপট অব্যাহত রেখেছিল ভারত। পাকিস্তানকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি। দু’‌দুবার পাকিস্তানকে অল আউট করে ১২ পয়েন্ট সংগ্রহ করে ভারত। শেষপর্যন্ত ৬১–১৪ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে ইরান ও চাইনিজ তাইপের জয়ী দলের বিরুদ্ধে খেলবে ভারত। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবার রুপো নিশ্চিত হয়ে গেছে। এখন দেখার সোনা জিততে পারে কিনা।
মহিলাদের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল নেপাল। নেপালের বিরুদ্ধেও একপেশে লড়াইয়ে জেতে ভারত। ম্যাচের ফলাফল ৬১–১৭। ফাইনালে ভারতের মহিলা দল খেলবে চাইনিজ তাইপের বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!