Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২১, ২০২৩

কুকি জঙ্গিদের সঙ্গে হেমন্ত যোগ ! কংগ্রেসের অভিযোগ ওড়ালেন অসমের মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
কুকি জঙ্গিদের সঙ্গে হেমন্ত যোগ ! কংগ্রেসের অভিযোগ ওড়ালেন অসমের মুখ্যমন্ত্রী

মণিপুরের কোনও কুকি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন। কংগ্রেস ২০১৭ সালের মণিপুর নির্বাচনে কুকি জঙ্গি গোষ্ঠীর সাহায্য নেওয়ার অভিযোগে কঠোর জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) অধীনে হিমন্ত বিশ্ব শর্মার গ্রেপ্তারের দাবি করেছিল।

মণিপুরে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ অব্যাহত থাকার পরেও এই বিষয়টি প্রকট হয়।

তবে কংগ্রেসকে কটাক্ষ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে তাঁর বিরুদ্ধে কংগ্রেসের সব অভিযোগ মিথ্যা।

অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি মীরা বোরঠাকুর গোস্বামী অভিযোগ করেন যে , কুকি জঙ্গি গোষ্ঠীর একজন নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন যে তার দল ২০১৭ সালের মণিপুর বিধানসভা নির্বাচনে বিজেপিকে ‘সহায়তা’ করেছিল। তার পরেই হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য প্রকাশ্যে আসে।

অসম কংগ্রেসের প্রধান ভূপেন বোরা গত সপ্তাহে বলেন, হিমন্ত বিশ্ব শর্মাকে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) গ্রেপ্তার করা উচিত। এদিকে হিমন্ত বিশ্ব শর্মা একটি বিবৃতিতপ দাবি করেন, “মণিপুরের কিছু আন্ডারগ্রাউন্ড নেতার সঙ্গে তাঁর বোঝাপড়ার বিষয়ে সাম্প্রতী সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে কিছু ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।  এই ধরনের কোনও বিষয়ের সঙ্গে তাঁর  কোনও সম্পৃক্ততা নেই।”

মীরা বোরঠাকুর গোস্বামী এই বিষয়ে অসম পুলিশের ডিজির কাছে স্মারকলিপি পেশ করেছেন। তাতে তিনি এই বিষয়ে  পুলিশের কাছে “গভীর তদন্ত”-র দাবি জানিয়েছেন। ইউনাইটেড কুকি লিবারেশন ফ্রন্ট বা ইউকেএলএফ -এর চেয়ারম্যান এসএস হাওকিপ ২০১৯ সালে অমিত শাহকে এই বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে তিনি দাবি করেন যে হিমন্ত বিশ্ব শর্মা এবং রাম মাধব  কুকিদের একটা গোষ্ঠীর কাছ থেকে সাহায্য নিয়েছিলেন ২০১৭ সালের মণিপুর নির্বাচনে। হিমন্ত বিশ্ব শর্মা এবং রাম মাধব তখন উত্তর-পূর্ব রাজ্যগুলির দেখাশোনা করতেন।

হাওকিপ অমিত শাহকে চিঠিতে লিখেছিলেন, তাঁর বিরুদ্ধে অস্ত্র কেনার মামলা থেকে যেন তাঁকে রেহাই দেওয়া হয়, কেননা বর্তমানে তিনি বিদ্রোহী নেতা হলেও অতীতে গেরুয়া দলের প্রতি যে “অনুগ্রহ” করেছিলেন তা উল্লেখ করেছেন।

UKLF সাসপেনশন অফ অপারেশনস (SoO) এর অধীনে সশস্ত্র সংগঠনগুলির মধ্যে একটি। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের দিকে কটাক্ষ করে বলেন কুকি, জোমি এবং হামার সম্প্রদায়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০০৮ সালে, যখন কংগ্রেস ক্ষমতায় ছিল।”

হিমন্ত বলেছেন, সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লিখিত আবেদনটি এই গোষ্ঠীগুলির মধ্যে একটির স্ব-শৈলীর চেয়ারম্যান লিখেছেন, যিনি ২০১৮ সালে অস্ত্র চুরির মামলায় জড়িত থাকার জন্য তদন্তাধীন ছিলেন।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!