Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৮, ২০২৩

উত্তর -পূর্বের তিন রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, দু দিনে হবে ভোট, গণনা ২ মার্চ

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর -পূর্বের তিন রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট  ঘোষণা, দু  দিনে হবে ভোট, গণনা ২ মার্চ

বুধবার দুপুরে ত্রিপুরা সহ উত্তর -পূর্বের তিন রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতেই হবে ভোট।

বুধবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান যে আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় হবে ভোট। পাশাপাশি তিনি আরও বলেন যে নাগাল্যাণ্ড ও মেঘালয়েও ওই মাসের ২৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হব। ভোট হবে দু দিন। তবে তিন রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা হবে একই দিনে ২ মার্চ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন বিজ্ঞপ্তি জারি করে আরো জানানো হয়েছে যে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য নোটিফিকেশন দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি। ৩০ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন। মনোনয়ন তোলা যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, মেঘালয় ও নাগাল্যাণ্ডে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ৩১ জানুয়ারি। মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি। মনোনয়ন তোলা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

উত্তর-পূর্বের তিন রাজ্যই এখন জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্রিপুরাতে ২০১৮ সালে দীর্ঘ আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি-আইপিএফটি সরকার। বিজেপির পাঁচ বছরের শাসনের মূল্যায়ন হবে এই বারের বিধানসভা ভোটে। তবে এবার ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ খানিকটা অন্যরকম। আইপএফটি কে পিছনে ফেলে সামনে উঠে এসেছে ত্রিপ্রা মথা। আবার কংগ্রেস ও বামেরা একসঙ্গে নির্বাচনী জোট গড়ে এবারের ভোটে লড়বে। শহরাঞ্চলে বেশ কয়েকটি বাঙালি অধ্যুষিত জায়গায় কংগ্রেস ও বামেদের সংগঠন ভালো । সেখানে বিজেপির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা। ভোটের লড়াইয়ে রয়েছে তৃণমূলও। আবার মেঘালয় ও নাগাল্যাণ্ডের নির্বাচনও তৃণমূলের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। বাংলার বাইরে মেঘালয়ে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে মরিয়া ঘাস ফুল শিবির। সব মিলিয়ে তিন রাজ্যের আসন্ন বিধান সভা ভোট কোনো নতুন রাজনৈতিক পট পরিবর্তন ঘটাবে কিনা সে দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!