Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৭, ২০২৩

‌জেলিফিস, হাঙরের ঝাঁক এড়িয়ে ৪০ ঘন্টা সার্ফিং!‌ বিশ্বরেকর্ড জনস্টানের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌জেলিফিস, হাঙরের ঝাঁক এড়িয়ে ৪০ ঘন্টা সার্ফিং!‌ বিশ্বরেকর্ড জনস্টানের

দীর্ঘসময় সার্ফিং করে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ব্লেক জনস্টান। শত শত তরঙ্গ ভেদ করে জেলিফিস, হাঙরের ঝাঁক এড়িয়ে দিয়ে ৪০ ঘন্টা ধরে সার্ফিং করেছেন তিনি। এর আগে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সার্ফিংয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার জস এন্সলিনের। তিনি ৩০ ঘন্টা ১১ মিনিট ধরে সার্ফিং করেছিলেন। দশ বছর আগে আত্মহত্যা করেছিলেন জনস্টনের বাবা। বাবার মৃত্যুর দিনেই তিনি এই নতুন বিশ্ব রেকর্ড গড়লেন করলেন।

বৃহস্পতিবার রাত একটার সময় কাউ বয় টুপি পরিয়ে এবং তাপীয় কম্বলে জড়িয়ে, সার্ফিং বোর্ড ঝুলিয়ে জনস্টানের বন্ধুরা সিডনির ক্রোনুল্লা বিচের ধারে নিয়ে আসেন তাঁকে। রাতের অন্ধকারে সার্ফিংয়ের জন্য জলকে আলোকিত করতে বড় বড় স্পটলাইট ব্যবহার করা হয়েছিল। ঢেউয়ের মাঝেই সার্ফিং শুরু করেন জনস্টান। তিনি ৭০০টিরও বেশি ঢেউ অতিক্রম করে এবং বিভিন্ন প্রজাতির হাঙ্গরের চলাফেরার মধ্যেই তাঁর বিশ্বরেকর্ড সম্পন্ন করেন।

জনস্টন যখন সার্ফিং করছিলেন, সেই সময় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। তিনি যখন সন্ধ্যায় তীরে ফিরে আসেন তাঁকে দেখার জন্য সিডনির ক্রোনুল্লা বিচে শত শত সমর্থক হাজির হয়েছিলেন। তাঁরা করতালিতে অভিনন্দন জানান বিশ্বরেকর্ড করা জনস্টানকে।
জনসেবার জন্যই সার্ফিংয়ে নেমেছিলেন জনস্টান। প্রথমে তাঁর পরিকল্পনা ছিল ১০০০ কিলোমিটার দৌড়ে অর্থ সংগ্রহ করবেন। কিন্তু তিনি যখন দেখেন সার্ফিংয়ে রেকর্ড রয়েছে মাত্র ৩০ ঘন্টার, তখনই তিনি সার্ফিংয়ে নামার সিদ্ধান্ত নেন। বিশ্বরেকর্ড করার পর জনস্টান বলেন, ‘‌৩০ ঘন্টার রেকর্ড দেখে আমি ভেবেছিলাম যে এটা করতে পারি। আমি নিজেকে অ্যাডভেঞ্চারের মধ্যে ঠেলে দিয়েছিলাম। এবং প্রমাণ করেছি যে আমি এটা করতে পারি।’‌ এর আগে ২০২০ সালে সিডনির দক্ষিণে রুক্ষ উপকূল রেখা বরাবর খালি পায়ে ১০০ কিলোমিটার দৌড়ে রেকর্ড করেছিলেন জনস্টান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!