- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৩, ২০২৩
৬ বলে ৬ উইকেট, ইতিহাসে অস্ট্রেলিয়ার গ্যারেথ মর্গান
ছয় বলে ছয় ছক্কা ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে বেশ কয়েকবার। তাই বলে ৬ বলে ৬ উইকেট! এমনই অবিশ্বাস্য কান্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ান বোলার গ্যারেথ মর্গান। শেষ ওভারে বিপক্ষের জয়ের জন্য দরকার ছিল ৫ রান। আর হাতে ৬ উইকেট। শেষ ওভারে ম্যাচ নাটকীয় পর্যায়ে নিয়ে যান গ্যারেথ মর্গান। বিপক্ষের ৬ উইকেট তুলে নিয়ে দলকে ৪ রানে জিতিয়ে ইতিহাস তৈরি করেন।
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট প্রিমিয়ার ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে শনিবার ক্যারারা কমিনিউটি সেন্টারে শনিবার মুখোমুখি হয়েছিল সার্ফার্স প্যারাডাইস ও মুদগিরাবা নিরাং। শেষ ওভারে জয়ের জন্য ৫ রান দরকার ছিল সার্ফার্সের শেষ ওভারে বল করতে আসেন মুদগিরাবার অধিনায়ক গ্যারেথ মর্গান। প্রথম বলেই তুলে নেন সার্ফার্সের ওপেনার জেক গারল্যান্ডকে। ৬৫ রান করেন গারল্যান্ড। পরের পাঁচ বলে পাঁচজন ব্যাটারকে শূন্য রানে সাজঘরে ফেরান মর্গান। ৪ রানে দলকে নাটকীয় জয় এনে দেন।
ক্রিকেট ইতিহাসে এই প্রথম ৬ বলে ৬ উইকেট পেলেন কোনও বোলার। পেশাদার ক্রিকেটে এর আগে এক ওভারে সবথেকে বেশি পাঁচটি উইকেট নিয়েছিলেন তিনজন বোলার। ২০১১ সালে নিউজিল্যান্ডের নেল ওয়াগনার, ২০১৩ সালে বাংলাদেশের আল আমিন হোসেন এবং ২০১৯ সালে ভারতের অভিমুন্য মিঠুন।
এক ওভারে ৫ উইকেট পাওয়ার ঘটনা বিশ্বাসই করতে পারছেন না মর্গান। তিনি বলেন, ‘সত্যিই আমার বিশ্বাসই হচ্ছে না ৬ উইকেট পেয়েছি। ওভার শুরু করার আগে আম্পায়ার আমাকে বলেছিলেন হ্যাটট্রিক করতে পারলে তবেই দলের জেতার সুযোগ থাকবে। কিন্তু হ্যাটট্রিক নয়, আমি ড্রবল হ্যাটট্রিক করে ফেলেছি। ক্রিকেটে এটা ঘটতে পারে, কখনও ভাবতেই পারিনি। আমি শুধু উইকেট লক্ষ্য করে বল করে গেছি। আর তাতেই সাফল্য এসেছে।’
মর্গান আরও বলেন, ‘শেষ ওভার অন্য এক তরুণ জোরে বোলারের করার কথা ছিল। কিন্তু নিশ্চিত হার জেনেই আমি নিজেই বল করতে এসেছিলাম। আমি চাইনি ওই তরুণ ছেলেটিকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে। যদি বাউন্ডারি মারে আমাকে মারুক। হ্যাটট্রিক করার পর মনে হয়েছিল, ম্যাচ জিততে পারি। আর সেটাই হয়েছে। যখন শেষ বলটা উইকেটে লাগে, নিজেকে বিশ্বাসই করতে পারছিলেন না। কারণ এইরকম পরিস্থিতিতে কখনও পড়িনি।’
❤ Support Us