Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৪, ২০২৩

কোর্টে না নেমেই অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া-বোপান্না জুটি

আরম্ভ ওয়েব ডেস্ক
কোর্টে না নেমেই অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া-বোপান্না জুটি

জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামে কি চ্যাম্পিয়ন হয়েই টেনিস কেরিয়ার শেষ করবেন সানিয়া মির্জা? রোহন বোপান্নাকে সঙ্গী নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে যেভাবে এগিয়ে চলেছেন, সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিনা বাধায় সানিয়া ও বোপান্না জুটি পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে কোর্টে না নেমেই সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল সানিয়া ও বোপান্না জুটি।

সানিয়া মির্জা ও রোহন বোপান্নার জুটির সামনে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ছিল জেলেনা ওস্তাপেঙ্কো ও ডেভিড ভেগা হার্নান্দেজ জুটি। মার্গারেট কোর্ট এরিনায় বিকেলের সেশনে ছিল এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচের আগে মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে সপ্তদশ বাছাই ওস্তাপেঙ্কো স্ট্রেট সেটে হেরে যান বাইশতম বাছাই এলেনা রাইবাকিনার কাছে। ক্লান্তির জন্য ওস্তাপেঙ্কো আর মিক্সড ডাবলসে খেলতে নামেননি। ফলে ওয়াকওভার পেয়ে যান সানিয়ারা।

আগেরদিন সানিয়া-বোপান্না জুটি শেষ ষোলোর লড়াইয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল এরিয়েল বেহার ও মাকোতো নিনোমিয়া জুটির বিরুদ্ধে। খেলার ফল ছিল ৬-৪, ৭-৬ (১১-৯)।

ইভান ডডিগের সঙ্গে জুটি বেঁধে ২০১৬ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস সেমিফাইনালে পৌঁছেছিলেন সানিয়া। ২০০৯ সালে সানিয়া মির্জা অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস খেতাব জিতেছিলেন মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে। ২০১৬ সালে  মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলস খেতাব জিতেছিলেন সানিয়া। সানিয়ার ঝুলিতে রয়েছে মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব। আগামী মাসেই তিনি দুবাইয়ে ডব্লুটিএ ১০০০ টুর্নামেন্ট খেলে পেশাদার টেনিসকে বিদায় জানাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!