Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২২, ২০২৪

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই আলকারাজ, সামনে এবার জেরেভ

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই আলকারাজ, সামনে এবার জেরেভ

অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জকোভিচের মতো এগিয়ে চলেছেন কার্লোস আলকারাজও। পুরুষদের সিঙ্গলসের এই দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। চতুর্থ রাউন্ডে একেবারে নিখুঁত খেলে তিনি উড়িয়ে দিয়েছেন সার্বিয়ার মিওমির কেকমানভিচকে। শেষ আটে আলকারাজ খেলবেন ষষ্ঠ বাছাই আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে।

এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন দু’‌বারের গ্র‌্যান্ডস্লাম বিজয়ী কার্লোস আলকারাজ। শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোকের মাধ্যমে বিশ্বের ৬০ নম্বর খেলোয়াড় কেকমানভিচকে ধরাশায়ী করেন। একবারো ব্রেক পয়েন্টের মুখোমিখি হননি আলকারাজ। প্রথম সেটে জেতেন ৬–৪ ব্যবধানে। একই ব্যবধানে দ্বিতীয় সেট জিতে এগিয়ে যান। তৃতীয় সেটে কেকমানভিচকে দাঁড়াতেই দেননি এই স্প্যানিশ তারকা। ৬–০ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেন।

অন্যদিকে, ক্যামেরন নরিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ষষ্ঠ বাছাই আলেকজান্ডার জেরেভ। চতুর্থ রাউন্ডে জেরেভকে অবশ্য জিততে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে। প্রথম সেটে ৭–৫ ব্যবধানে জেতেন জেরেভ। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান নরি। ৬–৩ ব্যবধানে জিতে সমতা ফেরান। তৃতীয় সেটে ৬–৩ ব্যবধানে জেতেন জেরেভ। চতুর্থ সেটে ৬–৪ ব্যবধানে জিতে আবার সমতা ফেরান নরি। নির্ণায়ক পঞ্চম গেমে লড়াই দারুণ জমে ওঠে। টাইব্রেকারে ম্যাচের নিস্পত্তি হয়। ৭–৬ (‌১০–৩)‌ ব্যবধানে পঞ্চম সেট জিতে শেষ আটে পৌঁছন জেরেভ।

নুনো বোর্জেসকে ৬–৩, ৭–৬ (‌৭–৪)‌, ৫–৭, ৬–১ ব্যবধানে হারিয়ে কোয়র্টার ফাইনালে উঠেছেন ড্যানিল মেডভেদেভও। নবম বাছাই হুবার্ট হুরকাজও শেষ আটের ছাড়পত্র পেয়েছেন। তিনি হারিয়েছেন আর্থার কাজাক্সকে। ম্যাচের ফল ৭–৬ (‌৮–৬)‌, ৭–৬ (‌৭–৩)‌ ও ৬–৪ ব্যবধানে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!