- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৯, ২০২৩
ভিনেশের মন্তব্য প্রমাণিত হলে আত্মহত্যা করব, চ্যালেঞ্জ ব্রিজভূষণের। যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে কৈফিয়ত চাইল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্না অব্যাহত

কুস্তিগিরদের ধর্না নিয়ে, সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের কৈফিয়ত তলব করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ‘৭২ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।’ ক্রীড়া মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, অলিম্পিক আর কমনওয়েলথ গেমসের পদকজয়ীরা যে ঘটনার প্রতিবাদ করেছেন এবং জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ও কোচদের নামে যে অভিযোগ উঠেছে, ৭২ ঘন্টার মধ্যে সে সবের ব্যাখ্যা পেশ করতে হবে। কুস্তিগিরদের মানসিক স্বাস্থ্যর সঙ্গে এসব বিষয় জড়িত। দ্রুত জবাব না পেলে ক্রীড়াবিধির আওতায় কুস্তিসংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ক্রীড়া মন্ত্রক।
কুস্তিগির মহিলাদের জাতীয় শিবির হওয়ার কথা ছিল লক্ষ্ণৌতে। সেটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লির যন্তর মন্তরে আবার কুস্তিগিররা ধর্নায় বসেছেন, অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী বজরং পুনিয়ার আবেদন, কুস্তিগিরদের নির্যাতন করা হচ্ছে। যারা সংস্থা পরিচালনার সঙ্গে জড়িত, তাঁরা কার্যত খেলার বিষয়-আশয় সম্পর্কে ওয়াকিবহাল নন।। এদিন ববিতা ফোগত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে বিক্ষোভকারী কুস্তিগির দের সঙ্গে কথা বলতে যান। কেন্দ্রীয় সরকার তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। গিয়েছিলেন সিপিএম দলের নেত্রী বৃন্দা কারাতও। কিন্তু বিক্ষোভ সমাবেশ থেকে কুস্তিগিররা তাঁকে ফিরিয়ে দেন। প্রতিবাদে কোনো রাজনৈতিক রং লাগুক, তাঁরা তা চান না। অবশ্য কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে কুস্তিগিরদের প্রতি পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁদেরকে দেশের গর্ব বলে সম্বোধন করে তাঁদের অভিযোগের ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন তিনি।
ইতিমধ্যে সভাপতি ব্রিজ ভূষণের হয়ে সাফাই গাইতে শুরু করেছেন কুস্তিগির দিব্যা কাকরাণ। ভিনেশ ফোগতের প্রতিবাদের বিরদ্ধে প্রতিবাদ করে বলেছেন , ব্রিজভূষনের ব্যাপারে অনেক অভিযোগ শুনছি। যারা অভিযোগ করছেন, তাদের ব্যাপারে সংশ্লিষ্ট মহল নীরব। ২০১৩ সাল পর্যন্ত , আমার বা কোনও মহিলা কুস্তিগিরের সঙ্গে কেউ কোনও অশালীন আচরণ করেন নি।
এদিকে, হরিয়ানার বিজেপি সাংসদ ও কুস্তিগির ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিং চ্যালেঞ্জ জানিয়েছেন, ভিনেশ ফোগতের অভিযোগ প্রমাণিত হলে আমি আত্মহত্যা করব। বজরং পুনিয়ার ওপরেও ক্ষেপেছেন ব্রিজভূষণ। বলেছেন, ওকে আমি অনেক সাহায্য করেছি। ও আমার নামে যা বলছে, তার তদন্ত দাবি করছি।
❤ Support Us