Advertisement
  • দে । শ
  • মে ১৩, ২০২৪

ভোট দিয়ে আনন্দ গানে ভোটবার্তা ‘বাদাম কাকু’-র

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট দিয়ে আনন্দ গানে ভোটবার্তা ‘বাদাম কাকু’-র

‘হানাহানি নয়, আনন্দ করে ভোট দান করুন’, বার্তা ভুবন বাদ্যকরের। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের পুংলাপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ নম্বর বুথে ভোট দিতে এসে এমন মন্তব্য করলেন এক সময়ের সমাজমাধ্যমের অন্যতম আকর্ষণ।বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরের কেন্দ্রে ভোট দিতে এসে সবার অনুরোধে শোনালেন তাঁর সেই বিখ্যাত হওয়া গানটি, যার জন্য আজ তিনি একজন সেলিব্রিটি। বললেন, ভোট নিয়ে নতুন গানও নাকি বেঁধেছেন।

চলছে সাত দফা লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিতে আসছেন সেলিব্রিটিরাও। ঠিক যেমন এসেছিলেন তিনিও।
বছর দুয়েক আগেও তাঁর পেশা ছিল গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে বাদাম বিক্রি করা। এমন করেই একদিন মুঠোফোনে বন্দি হয় তাঁর সেই বিখ্যাত গান ‘কাঁচা বাদাম।’সমাজমাধ্যমের কল্যাণে তা ভাইরাল হল ঝড়ের গতিতে। পরবর্তীকালে তাঁর এই গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন দেশ বিদেশের বিভিন্ন সঙ্গীত শিল্পীরাও। ব্যস, আর পিছন ঘুরে তাকাতে হয়নি ভুবন বাদ্যকর তথা সকলের প্রিয় ‘বাদাম কাকু’কে। রয়্যালটির সৌজন্যে গাড়ি, বাড়ি, অর্থ্‌সম্মান সবই হল এই দিন আনা দিন খাওয়া মানুষটির।

‘কিন্তু চিরদিন কাহারো সমান নাহি যায়।’ অতিমারির পরবর্তী বিশ্ব এক সময় প্রবল ব্যস্ততার ভিড়ে ভুলে গেল এই মানুষটার কথা। পুরোপুরি ভুলে গেল, এমন বলা যায়না। কিন্তু স্মৃতি হাতড়ে মনে করতে হয় তাঁর মুখ, তাঁর প্রতিভা।তিনিও এরপর গান বেঁধেছেন বেশ কয়েকটি। কিন্তু সেই জনপ্রিয়তা আর আসেনি, যা এসেছিল হঠাৎ করেই। ঠিক যেমন ঘটেছিল রাণাঘাটের রানু মণ্ডলের সাথেও। আরব সাগর থেকে তাঁর ডাক এলো। হিমেশ রেশমিয়ার সাথে কাজ করলেও আর তাঁর জন্য রাস্তা খুলল না বলিউডের।  বাদাম কাকু ওরফে ভুবন বাদ্যকর এখন সেই বিস্মৃত প্রায় সেলিব্রিটি, যার জীবনে সুখ এসেছিল ক্ষণিকের জন্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!