শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সন্দেহ, পিছনে তালিবান জঙ্গিদের পরিকল্পিত চক্রান্ত। নিন্দায় ক্রুদ্ধ শাহবাজ । আশঙ্কা বাড়তে পারে সন্ত্রাস।
চিত্র : সংবাদ সংস্থা
আত্মঘাতী বোমা হামলায় বালুচিস্তানে ৯ পুলিশকর্মী বেঘোরে প্রাণ হারালেন। জখম ১৩। হামলার ঘটনা বালুচিস্তানের বোলান এলাকায়। এই নিয়ে গত ১ সপ্তাহে পাকিস্তানে সীমান্ত প্রদেশে দ্বিতীয়বার সন্ত্রাসের অপকাণ্ড ঘটল।
পুলিশ ভ্যানের ওপর আত্মঘাতী হামলার চাঞ্চল্যকর খবরে আতঙ্ক বেড়ে উঠল। পাকিস্তানি সংবাদ মাধ্যম লাগাতার ঘটনাটি প্রচারে করছে। ঘটনার সঙ্গে কোন জঙ্গি সংগঠন যুক্ত, তা জানা যায়নি। কেউ দায় স্বীকার করেনি। অনুমান, টিটিপি জঙ্গিরা জড়িত। আগেও তারা এরকম হামলা করেছে।
কনস্টেবল বোঝাই ভ্যানটি তাদের দায়িত্ব সম্পন্ন করে সিবি এলাকা থেকে কোয়েটা যাচ্ছিল। সিবি ও কাছি জেলায় সীমান্ত এলাকায় কামব্রি সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, অপরিচিত এক মোটরসাইকেল আরোহী পুলিশবাহী ভ্যানটিতে এসে অতর্কিত ধাক্কা মারে। তখনই বিস্ফোরণে ছিটকে পড়ে পুলিশ ভ্যান। স্থানীয় পুলিশ সুপার ৯ পুলিশকর্মীর মৃত্যুর খবর স্বীকার করেছেন।
বিস্ফোরণের পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালুচিস্তানের তথ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের হেলিকপ্টারে চাপিয়ে ঘটনাস্থল বোলান থেকে কোয়েটা নিয়ে এসেছেন উদ্ধারকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে কোয়েটা সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরিভিত্তিক সতর্কতা জারি করা হয়েছে।
বিস্ফোরণের পরে এলাকা ঘিরে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা। চলছে তল্লাশি।তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি-র জঙ্গিরা সীমান্ত প্রদেশে খুবই সক্রিয়। পাকিস্তানে তারা নিষিদ্ধ।সম্প্রতি তালিবান ও পাকিস্তানি সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, কেউ কারোর অভ্যন্তরীন মামলায় হস্তক্ষেপ করবে না। আফগান তালিবানকে সীমান্তে সংযত থাকতে হবে।
পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোকপ্রকাশ করে মর্মান্তিক এই ঘটনার তীব্র নিন্দা করে নিহত আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মির আব্দুল কুদ্দুস বাইজেনজো গভীর শোকপ্রকাশ করে ঘটনার তীব্র করেন। তিনি বলেছেন, সন্ত্রাসীরা কাপুরুষ। তাদের বরদাস্ত করা হবে না। মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাদের সব ষড়যন্ত্র গুঁড়িয়ে দেব।
গত কয়েক দশক জুড়ে পাকিস্তান বর্বরোচিত সন্ত্রাসের শিকার। বিপর্যস্ত জনজীবন। একসময় আলকায়দা আর তালিবানকে পাকিস্তানি সরকার যে প্রশ্রয় দিয়েছিল। আজ তারই খেসারত দিতে হচ্ছে। বনবেড়াল রক্তখেকো বাঘ হয়ে উঠেছে। অস্ত্র ব্যবসায়ীরা রসদ জোগাচ্ছে। পাকিস্তানকে বিদেশি অর্থ সাহায্য বন্ধ , মুখ ফিরিয়ে নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক তহবিল।সরকারি কোষাগার শূন্য।নিরাপত্তারক্ষীরা হতাশ। সমস্বরে শাসক ও বিরোধী শক্তিবর্গের প্রতিবাদ জড়োসড়ো, সংশয়ে আচ্ছন্ন। সন্ত্রাসকে রাষ্ট্রীয় প্রশ্রয়ের পরিণাম যে কি ভয়ংকর হতে পারে পাকিস্তান তারই অগ্নি উদ্দীপক উদাহরণ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34